উত্তরপ্রদেশে তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, পলাতক চালক

Must read

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান। দিল্লির পর এবার উত্তরপ্রদেশেও (Kaushambi- Uttar Pradesh accident) তরুণীকে প্রায় ২০০ মিটার হিঁচড়ে টেনে নিয়ে গেল এক বেপরোয়া গতির গাড়ি! গুরুতর আহত অবস্থায় ওই তরুণী এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে চালক পলাতক। চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের কৌশাম্বীর (Kaushambi- Uttar Pradesh accident) বাসিন্দা কৌশল্যা দেবী নামে ওই তরুণী। সাইকেলে চেপে কম্পিউটার ক্লাসে যাচ্ছিলেন তিনি। কৌশল্যার মা জানিয়েছেন, কম্পিউটার ক্লাসে যাওয়ার পথে আচমকাই তাকে ধাক্কা মারে একটি গাড়ি। ধাক্কা লাগার পর আবার ওই গাড়িতেই সাইকেল সমেত আটকে যান কৌশল্যা। অভিযোগ, ওই অবস্থায় তাঁকে প্রায় ২০০ মিটার দূরে টেনে নিয়ে যান গাড়ির চালক। শেষপর্যন্ত গুরুতর আহত ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

আরও পড়ুন-আবাস যোজনায় ত্রিস্তর নজরদারি

এদিকে গাড়িটিকেও আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। এরপর গাড়িটি রাস্তার পাশে খাদে উল্টে গেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। অভিযুক্তের নাম রাম নরেশ। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

Latest article