রাজনীতি

মিডিয়ার কণ্ঠরোধে এগিয়ে উত্তরপ্রদেশ

নয়াদিল্লি : সংবাদমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিকদের উপর নির্যাতনের নিরিখে সবার উপরে রয়েছে বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশ। ‘কমিটি এগেনস্ট অ্যাসল্ট অন জার্নালিস্ট’ এর রিপোর্ট অনুযায়ী, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার যে চিত্র প্রকাশ পেয়েছে, তা ভয়ঙ্কর। ২০১৭ সালে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে মোট ১৩৮টি সাংবাদিক নিগ্রহের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে ১২ জন সাংবাদিকের হত্যার ঘটনাও রয়েছে। যদিও সংখ্যাটা প্রকৃতপক্ষে এর চেয়ে অনেক বেশি বলেই মনে করা হচ্ছে। দিন কয়েক আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ভোটারদের উদ্দেশে বলেছিলেন, বিজেপিকে ভোট না দিলে উত্তরপ্রদেশের অবস্থা জম্মু-কাশ্মীরের মতোই হবে। অথচ ঘটনা হল বিজেপির জমানাতেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিকদের উপর উৎপীড়নের মামলায় জম্মু-কাশ্মীরের সঙ্গে একই আসনে স্থান পেয়েছে উত্তরপ্রদেশও।

আরও পড়ুন – গোঁজ প্রার্থীদের ভোট নয় : ফিরহাদ

যোগী সরকারের পাঁচ বছরের মেয়াদে সবচেয়ে বেশি ৭৫ শতাংশ হামলার ঘটনা ঘটেছে করোনার সময়ে। ১২ জন সাংবাদিক হত্যার পরিসংখ্যানও প্রকাশ পেয়েছে এই সময়ে। সাংবাদিকদের উপর হামলাগুলিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে— খুন, শারীরিক হামলা, ‘বিচার বা গ্রেপ্তার’ এবং হেফাজত বা হুমকি বা গুপ্তচরবৃত্তির অভিযোগ।

২০১৭ সালে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় থেকে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে মোট ১২ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, ৪৮ জনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং ৬৬ জনকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে রিপোর্টে প্রকাশ পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে সাংবাদিকদের ওপর নির্যাতনের যে ক’টি ঘটনা নথিভুক্ত করা হয়েছিল তার বেশিরভাগই ছিল ২০১৯ সালের শেষের দিকে। অর্থাৎ যখন দেশে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলন জোরদার হয়েছিল। দিল্লির জামিয়া মিলিয়া থেকে যে আন্দোলন শুরু হয়েছিল তার প্রতিধ্বনি উত্তরপ্রদেশের আজমগড় থেকে আলিগড় পর্যন্ত ছড়ায়। আর এই সময়ে,আন্দোলনের খবর করতে গিয়ে লাগাতার হেনস্থার মুখে পড়তে হয় সাংবাদিকদের। বিজেপি শাসিত উত্তরপ্রদেশেই প্রথম সাংবাদিকদের ধর্ম ও পরিচয়পত্র জানিয়ে রেহাই পেতে হয়েছিল বলে রিপোর্টে প্রকাশ। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেত্রী নিধি যাদব জানান, যোগী আদিত্যনাথের শাসনকালে শুধুমাত্র যে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে তাই নয়। মহিলা, দলিত, কৃষক, ছাত্র থেকে যুবসমাজ কেউই মুখ খুলতে পারেন না এখানে। এটাই বিজেপির সংস্কৃতির নমুনা।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

52 seconds ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago