প্রতিবেদন : এবার সরাসরি জঙ্গি-যোগ মিলল বঙ্গ বিজেপির যুবনেতার! যোগীর পুলিশ বাংলা থেকে ধরে নিয়ে গেল বিজেপির সেই জঙ্গি নেতা বিক্রম রায়কে (Bikram Roy)। সোমবার উত্তর ২৪ পরগনার বাগদা থেকে উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড অর্থাৎ সন্ত্রাসদমন শাখা গ্রেফতার করে নিয়ে যায় তাকে। বাগদায় বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদককে তিনদিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয় উত্তরপ্রদেশে। জঙ্গি-যোগে ধৃত বিজেপির যুব নেতার বিরুদ্ধে মানব পাচারের পাশাপাশি নাশকতামূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নাম জড়ায়। যোগীরাজ্যের পুলিশ অভিযুক্ত বিক্রমকে গ্রেফতার করে। জানা যায় এটিএসের হাতে ধৃত সন্দেহভাজন জঙ্গি আসলে বিজেপি নেতা। এদিনই তাঁকে আদালতে তোলা হয়। তারপর ট্রানজিট রিমান্ডে তাকে উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে সন্ত্রাস দমন শাখা। উত্তরপ্রদেশ পুলিশ মানব পাচারের ঘটনায় তদন্ত নেমে বিক্রমের নাম জানতে পারে। তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপরেই উত্তরপ্রদেশ পুলিশ তাকে ধরতে বাগদায় আসে। বাগদা থানার পুলিশের সহযোগিতায় উত্তরপ্রদেশ পুলিশ তাকে গ্রেফতার করে। টাকার বিনিময়ে বিক্রম (Bikram Roy) বাংলাদেশ থেকে লোকজনকে এদেশে নিয়ে আসতেন। টাকার বিনিময়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে তাদের কাছে বিক্রি করতেন। এ প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি এভাবেই রোহিঙ্গাদের দেশে ঢুকিয়ে আধার কার্ড, ভোটার কার্ড করে দিয়েছে। এভাবে দেশবিরোধী কাজ চালিয়ে যাচ্ছে তারা। জঙ্গিও ঢুকিয়েছে। আর বিজেপি এ ধরনের নেতাদেরই দায়িত্বপূর্ণ পদে বসাচ্ছে। এই দেশদ্রোহী কাজের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
আরও পড়ুন-রি-টেস্টেই প্রমাণিত দুর্নীতি, ফুল মার্কস থেকে অনেক দূরে টপাররা