মর্মান্তিক দুর্ঘটনা সম্ভলে, বিয়ে করতে যাওয়ার পথে মৃত্যু বর-সহ ৮ জনের

Must read

মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের সম্ভলে (Uttar Pradesh Road Tragedy)। বিয়ে করতে যাওয়ার সময় মাঝপথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বরের। শুক্রবার সম্ভলের হরগোবিন্দপুর থেকে বদায়ুঁ জেলার সিরতৌলে বরযাত্রীর গাড়ি যাওয়ার পথে জেওয়ানাই গ্রামের একটি কলেজের পাঁচিলে সজোরে ধাক্কা মারে বরের গাড়টি। মৃত্যু হয় বর-সহ মোট ৮ জনের।

আরও পড়ুন- অমরনাথ যাওয়ার পথে বাস দুর্ঘটনা, আহত ৩৬

মৃতদের বাড়ি সম্ভল (Uttar Pradesh Road Tragedy) জেলার হর গোবিন্দপুর গ্রামে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন আরও তিন জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় ২ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Latest article