যোগীরাজ্য থেকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, কলকাতায় আটক ৩

Must read

উত্তরপ্রদেশ থেকে অবৈধভাবে অস্ত্র নিয়ে আসার সময় কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফের হাতে আটক ৩ পাচারকারী। উদ্ধার বিপুল অস্ত্র, আটক যোগী রাজ্যের নম্বর প্লেট করা গাড়িও। ভিনরাজ্য থেকে অস্ত্র পাচারের নেপথ্যে কি বড়সড় নাশকতার ছক ছিল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন- পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসকের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফ সূত্রে খবর, শুক্রবার রাতে বড়বাজার থানা এলাকার মহাত্মা গান্ধী রোড এবং আর্তার স্ট্রিটের ক্রসিংয়ের কাছ দিয়ে ভিন রাজ্যের নম্বর প্লেট লাগানো গাড়ি আটক করে পুলিশ। লালবাজারে কাছে খবর ছিল, উত্তরপ্রদেশের একদল দুষ্কৃতী অত্যাধুনিক অস্ত্র নিয়ে বড়বাজার এলাকায় ঢুকতে পারে। সেই মতো শুরু হয় অপারেশন। রাতে গুরুদ্বারের কাছে গাড়িসহ তিন জনকে আটক করে দুটি পিস্তল (৯ ও ৭ এমএম), দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। কী উদ্দেশ্যে উত্তরপ্রদেশ থেকে অস্ত্র পাচারের ছক, তা জানার চেষ্টা চলছে।

Latest article