নারী ও শিশু নির্যাতনে শীর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলি। বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইনশৃঙ্খলার কী হারে তলানিতে এসে ঠেকেছে তা স্পষ্ট করল কেন্দ্রের বিজেপি সরকারের রিপোর্ট। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত রিপোর্টে দেখা গেল, নারী নির্যাতনের দেশের মধ্যে শীর্ষে উত্তরপ্রদেশ (Uttar Pradesh- Maharashtra)। একইসঙ্গে শিশু নিগ্রহে দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে শিবসেনা (শিন্ডে)-বিজেপি জোট শাসিত রাজ্য মহারাষ্ট্র।
মঙ্গলবার লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্য দুই সাংসদের প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্র এক লম্বা ফিরিস্তি দিয়ে জানিয়েছেন, ২০১৮ সালে দেশে নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছিলো ৩লক্ষ ৭৮হাজার ২৩৬ টি। যৌন অপরাধ সংক্রান্ত আইন আরও কঠোর করার পরের বছর অর্থাৎ ২০১৯-এ নথিভুক্ত ঘটনার সংখ্যা পৌঁছে গেল ৪লক্ষ০৫হাজার ৩২৬-এ। ২০২২ সালে নথিভুক্ত ঘটনার সংখ্যা ৪লক্ষ ৪৫হাজার ২৫৬ টি। এ গেল নারী নির্যাতনের ঘটনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও দুই সাংসদ জানতে চেয়েছিলেন শিশু নির্যাতনের হাল হকিকত। স্বরাষ্ট্রমন্ত্রীর পেশ করা এনসিআরবি পরিসংখ্যান অনুযায়ী ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে একমাত্র ২০২০ সাল ছাড়া প্রতিবছর শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। শিশু নির্যাতনের ক্ষেত্রে ২০১৮ সালে ১লক্ষ ৪১হাজার ৭৬৪ টি ঘটনা নথিভুক্ত হয়েছিল। ২০২২ সালে ঐ সংখ্যাটা পৌঁছে যায় ১লক্ষ ৬২হাজার ৪৪৯-এ। শুধু তাই নয় শাহের মন্ত্রক জানিয়েছে, ২০২২ সালে দেশে মোট নারী নিগ্রহের ১৫ শতাংশের বেশি ঘটনা ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। অন্যদিকে শিশু নিগ্রহের ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে শিবসেনা (শিন্ডে)-বিজেপি জোট শাসিত রাজ্য মহারাষ্ট্র। মোট নিগ্রহের প্রায় ১৪ শতাংশই ঘটেছে আরব সাগরের পার্শ্ববর্তী রাজ্যে। দ্বিতীয় স্থানে আরেক গেরুয়া রাজ্য মধ্যপ্রদেশ। তাদের ‘অবদান’ প্রায় সাড়ে ১৩ শতাংশ। নারী নিগ্রহে আবার দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র (প্রায় ১১ শতাংশ) (Uttar Pradesh- Maharashtra)।
আরও পড়ুন- পুরনো সংসদভবনে প্রবেশ করে নস্টালজিক হয়ে পড়লেন নেত্রী
এনসিআরবি-র পরিসংখ্যান অনুযায়ী, দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী ও শিশু নির্যাতনের মামলায় চার্জশিট দেওয়ার ক্ষেত্রে প্রবল অনীহা রয়েছে। যেমন মুখ্যমন্ত্রী আদিত্যনাথের উত্তরপ্রদেশে ২০২২ সালে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৬৫হাজার ৭৪৩ টি, আর চার্জশিট দাখিল ৫০হাজার ৬১৬ টি মামলায়। শিশু নির্যাতনের ক্ষেত্রেও, একই সময়ে ১৮হাজার ৬৮২ টি ঘটনা নথিভুক্ত হয়েছে, চার্জশিট হয়েছে ১৩হাজার ০৪৭ টি মামলায়।