জাতীয়

নারী নির্যাতনে শীর্ষে উত্তরপ্রদেশ, শিশু নিগ্রহে প্রথমে মহারাষ্ট্র, জানাচ্ছে কেন্দ্র

নারী ও শিশু নির্যাতনে শীর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলি। বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইনশৃঙ্খলার কী হারে তলানিতে এসে ঠেকেছে তা স্পষ্ট করল কেন্দ্রের বিজেপি সরকারের রিপোর্ট। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত রিপোর্টে দেখা গেল, নারী নির্যাতনের দেশের মধ্যে শীর্ষে উত্তরপ্রদেশ (Uttar Pradesh- Maharashtra)। একইসঙ্গে শিশু নিগ্রহে দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে শিবসেনা (শিন্ডে)-বিজেপি জোট শাসিত রাজ্য মহারাষ্ট্র।

মঙ্গলবার লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্য দুই সাংসদের প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্র এক লম্বা ফিরিস্তি দিয়ে জানিয়েছেন, ২০১৮ সালে দেশে নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছিলো ৩লক্ষ ৭৮হাজার ২৩৬ টি। যৌন অপরাধ সংক্রান্ত আইন আরও কঠোর করার পরের বছর অর্থাৎ ২০১৯-এ নথিভুক্ত ঘটনার সংখ্যা পৌঁছে গেল ৪লক্ষ০৫হাজার ৩২৬-এ। ২০২২ সালে নথিভুক্ত ঘটনার সংখ্যা ৪লক্ষ ৪৫হাজার ২৫৬ টি। এ গেল নারী নির্যাতনের ঘটনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও দুই সাংসদ জানতে চেয়েছিলেন শিশু নির্যাতনের হাল হকিকত। স্বরাষ্ট্রমন্ত্রীর পেশ করা এনসিআরবি পরিসংখ্যান অনুযায়ী ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে একমাত্র ২০২০ সাল ছাড়া প্রতিবছর শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। শিশু নির্যাতনের ক্ষেত্রে ২০১৮ সালে ১লক্ষ ৪১হাজার ৭৬৪ টি ঘটনা নথিভুক্ত হয়েছিল। ২০২২ সালে ঐ সংখ্যাটা পৌঁছে যায় ১লক্ষ ৬২হাজার ৪৪৯-এ। শুধু তাই নয় শাহের মন্ত্রক জানিয়েছে, ২০২২ সালে দেশে মোট নারী নিগ্রহের ১৫ শতাংশের বেশি ঘটনা ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। অন্যদিকে শিশু নিগ্রহের ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে শিবসেনা (শিন্ডে)-বিজেপি জোট শাসিত রাজ্য মহারাষ্ট্র। মোট নিগ্রহের প্রায় ১৪ শতাংশই ঘটেছে আরব সাগরের পার্শ্ববর্তী রাজ্যে। দ্বিতীয় স্থানে আরেক গেরুয়া রাজ্য মধ্যপ্রদেশ। তাদের ‘অবদান’ প্রায় সাড়ে ১৩ শতাংশ। নারী নিগ্রহে আবার দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র (প্রায় ১১ শতাংশ) (Uttar Pradesh- Maharashtra)।

আরও পড়ুন- পুরনো সংসদভবনে প্রবেশ করে নস্টালজিক হয়ে পড়লেন নেত্রী

এনসিআরবি-র পরিসংখ্যান অনুযায়ী, দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী ও শিশু নির্যাতনের মামলায় চার্জশিট দেওয়ার ক্ষেত্রে প্রবল অনীহা রয়েছে। যেমন মুখ্যমন্ত্রী আদিত্যনাথের উত্তরপ্রদেশে ২০২২ সালে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৬৫হাজার ৭৪৩ টি, আর চার্জশিট দাখিল ৫০হাজার ৬১৬ টি মামলায়। শিশু নির্যাতনের ক্ষেত্রেও, একই সময়ে  ১৮হাজার ৬৮২ টি ঘটনা নথিভুক্ত হয়েছে, চার্জশিট হয়েছে ১৩হাজার ০৪৭ টি মামলায়।

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

59 minutes ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago