যুবককে ফাঁসাতে টানটান গল্প। শরীরে অস্ত্রোপচার করে বুলেট ঢোকালেন তরুণী। উত্তরপ্রদেশের (uttar pradesh) বরেলির ভুয়ো ধর্ষণ ও গুলির মামলায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
২৯ মার্চ রাতের ঘটনায় মহিলার বোনঝি থানায় অভিযোগ জানায়, তার মাসি একটি দোকান থেকে ওষুধ কিনে বেরোনোর সময়ে একটি গাড়িতে থাকা ৫ ব্যক্তি তাঁকে অপহরণ করে। ধর্ষণ করে, গুলি করে গান্ধী উদ্যানে ফেলে দিয়ে যায়। কিন্তু পুলিশি তদন্ত শুরুর পর অন্য গল্পই সামনে আসে। মেডিক্যাল রিপোর্ট দেখা যায় মহিলার শরীরে যে বুলেট মিলেছে তা আগ্নেয়াস্ত্র দ্বারা ছোড়া নয়। বুলেটটি অস্ত্রোপচারের মাধ্যমে শরীরে ঢোকানো হয়েছে। অস্ত্রোপচারেরও চিহ্নও স্পষ্ট।
আরও পড়ুন-চাইলে ক্লাস্টার নিয়মে পড়াতে পারে স্কুল, পরামর্শ সংসদের
জিজ্ঞাসাবাদের সময় মহিলা নিজের মুখেই স্বীকার করেন যে, এর আগেও একজন জনপ্রতিনিধি ও তাঁর ছেলেকে ব্ল্যাকমেল করেছিলেন। আবারও সেই পরিবারকে চাপে রাখার উদ্দেশেই তিনি এই গল্প ফেঁদেছেন। হাসপাতালের এক কর্মী ও এক ভুয়ো চিকিৎসক মহিলার শরীরে অস্ত্রপচার করে বুলেট ঢোকায়। এই ঘটনায় ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।