মৃত্যু নিয়ে দোষারোপ, উত্তরাখণ্ড প্রশাসনের তোপে ইউপি পুলিশ

দুটিই বিজেপি শাসিত রাজ্য, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড। এবার সেই দুই রাজ্য প্রশাসনের মধ্যে পারস্পরিক দোষারোপের বেনজির কাণ্ড ঘটল।

Must read

প্রতিবেদন : দুটিই বিজেপি শাসিত রাজ্য, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড। এবার সেই দুই রাজ্য প্রশাসনের মধ্যে পারস্পরিক দোষারোপের বেনজির কাণ্ড ঘটল। বিজেপি শাসিত উত্তরাখণ্ডের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) রাধা রাতুরি সাংবাদিক সম্মেলন করে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে কড়া ভাষায় বিষোদ্গার করলেন। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশ নিরপরাধদের ধরে সমস্যার সমাধানের মিথ্যা দাবি করছে। এটা ওদের ভুল পদক্ষেপ।

আরও পড়ুন-শিল্পোৎপাদনে ধাক্কা, উৎসবের মরশুমে ফের বাড়ল বেকারত্বের হার

উত্তরাখণ্ড প্রশাসনের এই আমলা যোগীরাজ্যের পুলিশকে দুষে বলেন, মনে রাখতে হবে একজন নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দিলে আরও ৯৯ জন অপরাধীর জন্ম হয়। সঠিক বিচার করে প্রকৃত দোষীদের শাস্তি পাওয়া উচিত। গত সপ্তাহে উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার স্থানীয় বিজেপি নেতা গুরতেজ ভুল্লারের স্ত্রী গুরপ্রীতের পুলিশের গুলিতে মৃত্যুর পর দুই বিজেপি শাসিত রাজ্যের পুলিশ প্রশাসনের মধ্যে শুরু হয়েছে চরম চাপানউতোর।

আরও পড়ুন-মাল নদীর দুর্ঘটনায় উদ্ধাকারীদের পুরস্কার মুখ্যমন্ত্রীর, স্বজনহারা নিকট আত্মীয়দের চাকরির অফার

প্রসঙ্গত, গোপন সূত্রে খবর পেয়ে মোরাদাবাদের খনি মাফিয়া ও গ্যাংস্টার জাফরকে ধরতে উত্তরপ্রদেশ পুলিশের একটি দল ১২ অক্টোবর গভীর রাতে উত্তরাখণ্ডের জাসপুরে অভিযান চালায়। যোগীরাজ্যের পুলিশের দাবি ছিল স্থানীয় বিজেপি নেতা পঞ্চায়েত প্রধান গুরতেজ ভুল্লারের বাড়িতে লুকিয়ে আছে জাফর। পুলিশ তাঁর বাড়িতে ঢুকতে গেলে গ্রামবাসীরা পুলিশকে ঘেরাও করে। সেই সময় পুলিশের গুলিতে নিহত হন গুরতেজের স্ত্রী গুরপ্রীত কাউর। দুই পুলিশ কর্মীও আহত হন। এরপরই বিজেপি শাসিত দুই রাজ্যের প্রশাসনের মধ্যে পারস্পরিক দোষারোপ শুরু হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষস্তরের আধিকারিক প্রশান্ত কুমার পাল্টা বলেছেন, সরকারি কর্মীদের এরকম দায়িত্বজ্ঞানহীন বিবৃতি দেওয়া থেকে বিরত থাকা উচিত।

Latest article