প্রতিবেদন : প্রাকৃতিক দুর্যোগের কবলে প্রাণ হারালেন পাঁচ বাঙালি ট্রেকার। তুষার ধসে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের দেহ উদ্ধারও করা হয়েছে বলে জানা গিয়েছে।
উত্তরাখণ্ডের তিনদারি অঞ্চলের কানাপাটা পাস হয়ে ট্রেকিংয়ে গিয়েছিলেন ওই পাঁচ বাঙালি৷ কুড়ি তারিখ তাদের নীচে নেমে আসার কথা ছিল৷ কিন্তু প্রবল বৃষ্টি শুরু হওয়ায় তিনদারি পাসে আটকে পড়েন তাঁরা৷ এরপর শুরু হয় ধস এবং তুষারপাত৷ তাতেই পাঁচ জনের মৃত্যু হয় বলে সূত্রের খবর। মৃতরা হলেন-বাগনানের চন্দ্রশেখর দাস,সরিৎ শেখর দাস ,সাগর দে ,রানাঘাটের প্রীতম রায়, ঠাকুরপুকুরের সাগর দে
আরও একটি দল বাঙালি ট্রেকারদের সঙ্গে দিল্লির কয়েকজনকে নিয়ে চিৎকুল, হর্ষিল রুটে লামখাদা পাসে যান৷ ওই দলটিতে মোট ১৭ জন সদস্য ছিলেন৷ হর্ষিলের দিকে নামার সময়ই দুর্যোগের মধ্যে পড়ে দলটি৷ মালবাহকরা আইটিবিপি-র ক্যাম্পে ফিরে জানান এগারো জন নিখোঁজ হয়ে গিয়েছেন৷
আরও পড়ুন : দিলীপ সুকান্তর সামনেই গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল বিজেপি কর্মীরা
আইটিবিপি-র জওয়ানরা উদ্ধারকাজ শুরু করেন৷ অসমর্থিত সূত্র অনুযায়ী, আরও দুটি দেহ পাওয়া গিয়েছে। মিঠুন দারি নামে এক যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং আইটিবিপি-র ও সেনাবাহিনীর জওয়ানরা উদ্ধার কাজ চালাচ্ছেন৷
প্রসঙ্গত, উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির সঙ্গেই চলছে তুষারপাত এবং ধস৷ যার জেরে অনেক প্রাণহানি হয়েছে৷ আটকে পড়েছেন বহু পর্যটক৷ এনডিআরএফ-এর সঙ্গে যোগাযোগ করেছে রাজ্য সরকার।