বারাসতের পুজোভাবনায় উত্তরাখণ্ডের কেদারনাথ

৪৩তম বর্ষে খ্রিস্টীয় ষষ্ঠ-নবম শতাব্দীর এই প্রাচীন স্থাপত্য ও অন্যতম প্রধান তীর্থস্থানটির পুঙ্খানুপুঙ্খ আদলে তৈরি হচ্ছে তাদের মণ্ডপ।

Must read

সুমন তালুকদার, বারাসত: গাড়োয়াল হিমালয়ের মন্দাকিনী নদীতীরের পাহাড়ঘেরা কেদারনাথ মন্দির এবার বারাসতের কালীপুজোয় দর্শনার্থীদের জন্য চমকদার উপহার হিসাবে তুলে ধরছে নবপল্লি অ্যাসোসিয়েশন। ৪৩তম বর্ষে খ্রিস্টীয় ষষ্ঠ-নবম শতাব্দীর এই প্রাচীন স্থাপত্য ও অন্যতম প্রধান তীর্থস্থানটির পুঙ্খানুপুঙ্খ আদলে তৈরি হচ্ছে তাদের মণ্ডপ।

আরও পড়ুন-দলিত ছাত্রর পক্ষ নিয়ে প্রতিবাদ ভিবিউফার বিশ্বভারতী

সঙ্গে থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা। যার ফলে জনপ্রিয় তীর্থস্থাপত্যের অবিকল রূপ ও পরিবেশ ধরা পড়বে মানুষের চোখে। জানালেন পুজো কমিটির পক্ষে বারাসতের পুরপিতা চম্পক দাস। নবপল্লির পার্কের মাঠে ১৭৫ ফুট চওড়া ও ৯০ ফুট উচ্চতার সুবিশাল পাহাড়ের কোলে তৈরি হচ্ছে কেদারনাথ মন্দির বাঁশ, প্লাই, কাঠ, টিন, চট, ফাইবার ইত্যাদি দিয়ে। থাকবে শিব-সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি। দেওয়াল জুড়ে থাকবে মূল মন্দিরের অনুকরণে নানা কারুকাজ। থাকছে বিশালাকৃতির ঝাড়বাতি। মুম্বইয়ের শিল্পী তৈরি করছেন ১০ ফুট-১৫ ফুটের নটরাজের আদলে শ্যামাপ্রতিমা। বিশেষ ধরনের আলোয় রাতের অন্ধকারে ফুটে উঠবে পাহাড় ও মন্দিরের মায়াবী রূপ। বারাসতের ঐতিহ্যবাহী কালীপুজোর ঘরানা যারা ধরে রেখেছে তাদের অন্যতম নবপল্লি অ্যাসোসিয়েশন। এবারে তাদের মণ্ডপসজ্জা সেই সুনাম আরও উজ্জ্বল করবে বলে দাবি উদ্যোক্তাদের।

Latest article