প্রতিবেদন : গঙ্গাসাগর মেলায় থাকছে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা। করা হচ্ছে আইসোলেশনের ব্যবস্থাও। কেউ কোনওভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে কলকাতার হাসপাতালে এনে উপযুক্ত চিকিৎসাও করা হবে। মঙ্গলবার এ কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। গঙ্গাসাগর মেলা নিয়ে এদিন ছিল মেয়র পারিষদের বিশেষ বৈঠক।
আরও পড়ুন-কোভিড বিধিতে বন্ধ হল পর্যটন
মেলায় কোভিড-সুরক্ষায় যাতে কোনও ফাঁক না থাকে তার জন্য কলকাতা থেকে সাগর পর্যন্ত বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। মেয়রের বক্তব্য, গণতান্ত্রিক দেশে লাঠি দিয়ে ভিড় নিয়ন্ত্রণ করা যায় না। তাই সচেতনতা জাগাতে ইতিমধ্যেই শুরু হয়েছে মাইকে প্রচার। তিনি জানান, তীর্থযাত্রীদের জন্য যত বাস লাগবে তা দেওয়া হবে। তীর্থযাত্রীরা প্রত্যকে বসেই যাতায়াত করতে পারবেন। সর্বত্র স্যানিটাইজেশন হবে নির্দিষ্ট সময় অন্তর। মেয়র জানালেন, মাস্ক ছাড়া যাতে কোনও বেচাকেনা হবে না।