বৈশালীর ব্রোঞ্জ, যুগ্ম চ্যাম্পিয়ন কার্লসেন-নেপোমনিয়াচ্চি

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ বৈশালিকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘ব্রোঞ্জ পাওয়ার জন্য অভিনন্দন।

Must read

নিউ ইয়র্ক, ১ জানুয়ারি : বিশ্ব র‍্যাপিড ও ব্লিৎজ চ্যাম্পিয়নশিপে কোনের হাম্পির পর ভারতের সম্মান রাখলেন রমেশবাবু বৈশালী। হাম্পি মেয়েদের বিভাগে র‍্যাপিড চ্যাম্পিয়ন হয়েছিলেন। ব্লিৎজে ব্রোঞ্জ পেলেন বৈশালী। এই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন চিনা গ্র্যান্ডমাস্টার জু ওয়েন জুন। ছেলেদের বিভাগে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছেন ম্যাগনাস কার্লসেন ও ইয়ান নেপোমনিয়াচ্চি।

আরও পড়ুন-শীত, কালিম্পংকে টেক্কা পুরুলিয়ার

একমাত্র ভারতীয় দাবাড়ু হিসাবে আগের দিন কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন বৈশালী। এদিন শেষ আটের লড়াইয়ে চিনা প্রতিদ্বন্দ্বী ঝু জিনাকে ২.৫-১.৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন বৈশালী। কিন্তু আরেক চিনা দাবাড়ু জু ওয়েন জুনের কাছে ০.৫-২.৫ পয়েন্টে হেরে যান। ফলে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হয় বৈশালীকে। অন্যদিকে, জু ফাইনালে নিজের দেশের লেই চিন ঝিকে ৩.৫-২.৫ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

আরও পড়ুন-প্রতিষ্ঠা দিবসের মঞ্চে কংগ্রেস ছেড়ে তৃণমূলে

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ বৈশালিকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘ব্রোঞ্জ পাওয়ার জন্য অভিনন্দন। অসাধারণ পারফরম্যান্স করলে। আমাদের অ্যাকাডেমির গর্ব বাড়ালে তুমি। তোমাকে সাহায্য করতে পেরে আমরা গর্বিত ও খুশি। হাম্পি র‍্যাপিডে চ্যাম্পিয়ন হওয়ার পর, ব্লিৎজে বৈশালীর ব্রোঞ্জ প্রমাণ করে ভারতীয় দাবা সঠিক পথেই এগোচ্ছে।’’ এদিকে, ছেলেদের ব্লিৎজ খেতাব ধরে রেখেছেন কার্লসেন। তবে এককভাবে নয়, রুশ দাবাড়ু নেপোমনিয়াচ্চির সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ফাইনালে কার্লসেন ও নেপোমনিয়াচ্চির ম্যাচ নির্ধারিত সময়ের পরেও দীর্ঘসময় চলার পর, কার্লসেন ট্রফি ভাগ করার প্রস্তাব দিলে তা মেনে নেন নেপোমনিয়াচ্চি। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Latest article