প্রতিবেদন : বৃহস্পতিবার মন্ত্রী অরূপ বিশ্বাস এর পুজো সুরুচি সংঘের পুজো উদ্বোধনে গিয়ে মণ্ডপের দেওয়ালে বন্দে মাতরম লেখেন। আসলে শিল্পী অনির্বাণ দাসের হাতে এবার সুরুচির মণ্ডপ দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে স্বাধীনতা আন্দোলনের সময়ে। অনুশীলন সমিতি-বিপ্লবীদের নানা কর্মকাণ্ড দেশ স্বাধীনের দিন গুলির সংঘর্ষ সবেরই আঁচ পাওয়া যাবে। আন্দামানের সেলুলার জেলে বহু বাঙালি বন্দি ছিলেন। সেকথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee) বলেন, ওখান থেকে রেপ্লিকা নিয়ে এসে এখানে আলিপুর জেল মিউজিয়ামে আমরা রেখেছি। বন্দি অবস্থায় বিপ্লবীরা নানা কথা লিখতেন সেলের দেওয়ালে। তাতে বন্দে মাতরম অবশ্যই লিখতেন। পরে যা সার্বিক রাজনৈতিক স্লোগানে পরিণত হয়।