বন্ধ রেলের বন্দে ভারত রেস্তোরাঁ

দুটো বছরও টিকল না রেলের বহুল প্রচারিত ‘বন্দে ভারত’ রেস্তোরাঁ। দুই মাসেরও বেশি সময় ধরে তালা ঝুলছে বগি-রূপী ওই রেস্তোরাঁর দরজায়।

Must read

সংবাদদাতা, মালদহ : দুটো বছরও টিকল না রেলের বহুল প্রচারিত ‘বন্দে ভারত’ রেস্তোরাঁ। দুই মাসেরও বেশি সময় ধরে তালা ঝুলছে বগি-রূপী ওই রেস্তোরাঁর দরজায়। সৌন্দর্যায়ন গিয়ে বর্তমানে এলাকাটি গবাদি পশু ও ছাগলের বিচরণভূমি। রেল মন্ত্রকের তত্ত্বাবধানে থাকা এমন প্রকল্পের এই করুণ পরিণতিতে বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়েছে।

আরও পড়ুন-বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে ‘সার’ নিয়ে তোপ তৃণমূলের

রেল ও স্থানীয় সূত্রে জানা যায়, বছরের পর বছর পরিকাঠামোর অভাব থাকা সত্ত্বেও যাত্রীসংখ্যা বেড়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে আধুনিকতার ছাপ আনার নাম করে পুরনো একটি বগিকে বন্দে ভারতের আদলে সাজিয়ে রেস্তোরাঁ খোলা হয় ২০২৩ সালে। উন্নত চেয়ার-টেবিল, ফাস্ট ফুডের ব্যবস্থা— সবই ছিল, কিন্তু এলাকার বাস্তব পরিস্থিতির সঙ্গে এই বিলাসবহুল রেস্তোরাঁর কোনও মিলই ছিল না। পুরাতন মালদহ পুরসভার ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলার শিবশঙ্কর ভট্টাচার্যের অভিযোগ, এগুলি সব কেন্দ্রের ভাঁওতাবাজি। মানুষের প্রয়োজন না বুঝেই রেল দফতর এই প্রকল্প চালু করেছে। পুরাতন মালদহ কোর্ট স্টেশনের ম্যানেজার প্রদীপকুমার রায় বলেন, ক্রেতারা আসছিলেন না, তাই বন্ধ করে দেওয়া হয়েছে।

Latest article