বিধানসভায় পালিত হবে বন-মহোৎসব, বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্তের প্রতিবাদে নিন্দা প্রস্তাবের উপর আজ আলোচনা

বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব এনেছে সরকার পক্ষ। সোমবার সেই নিন্দা প্রস্তাব নিয়ে আলোচনা হবে বিধানসভায়।

Must read

প্রতিবেদন : বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি (BJP)। বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব এনেছে সরকার পক্ষ। সোমবার সেই নিন্দা প্রস্তাব নিয়ে আলোচনা হবে বিধানসভায়। একইসঙ্গে বিধানসভায় এদিন প্রচলিত রীতি মেনে পালিত হবে বন-মহোৎসব। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও বিধায়করা। বনমহোৎসব উপলক্ষে সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি চারা গাছও রোপণ করা হবে।

আরও পড়ুন-বাংলার বিজেপি সাংসদরা কাপুরুষ, মেরুদণ্ডহীন, তোপ দাগলেন কল্যাণ

বিধানসভার বুলেটিনে বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছিল যে, বাংলা ভাগের অপচেষ্টার বিরুদ্ধে প্রস্তাবের উপর আলোচনা হবে সোমবার। প্রস্তাবে এই ধরনের উদ্যোগ থেকে বিরত থাকার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানায় বিধানসভা। প্রস্তাবের শেষ অংশে রাজ্যের সকল শ্রেণির ঐক্য, সংহতি, শান্তি ও সম্প্রীতি রক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গকে অটুট রাখার জন্য সকল স্তরের জনগণের কাছে আবেদন জানানো হয়। নাম না করে সুকান্ত মজুমদারের কথাও প্রস্তাবে বলা হয়। সেই প্রস্তাবে বলা হয়, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সংযুক্ত করা রাজ্য-ভাগেরই নামান্তর। নাম না করে উল্লেখ করা হয়েছে নিশিকান্ত দুবের মন্তব্যও। সোমবার দু’ঘণ্টার বঙ্গভঙ্গ বিরোধী আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন বন মহোৎসব অনুষ্ঠানেও।

Latest article