প্রতিবেদন : কোটি-কোটি টাকার উন্নয়ন ধসে গেল মুহূর্তে। রাস্তাঘাট ধসে বেরিয়ে পড়ল বিরাট ফাঁপা সর্বগ্রাসী গহ্বর। রাস্তা না চোরাবালি, বোঝা মুশকিল! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের লোকসভা কেন্দ্র বারাণসী হোক কিংবা ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ইন্দোর, মানুষকে দিনের পর দিন উন্নয়নের নামে ভুয়ো প্রতিশ্রুতির ললিপপ ধরাচ্ছে বিজেপি। ডবল ইঞ্জিন বিজেপি রাজ্যগুলিতে এই রাস্তা-ব্রিজ বিপর্যয়ের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। দলের বক্তব্য, এত কোটি কোটি টাকার বিনিয়োগে যদি রাস্তা ভেঙে গর্তে পরিণত হয়, তাহলে সমগ্র দেশে ‘বিকাশ’ কোন পর্যায়ে ভাবতে পারেন?
আরও পড়ুন-হিন্দুধর্মকে অপমান, মোদির ভিডিও প্রকাশ ব্রাত্যর
একদিকে মোদির বারাণসীতে ব্যস্ত রাস্তায় আচমকাই ধসে পড়ল পিচের প্রলেপ। তৈরি হল বিশাল ফাঁপা গহ্বর, যার মধ্যে অনায়াসে সেঁধিয়ে যেতে পারে একটা গোটা গাড়ি! একটু অসাবধান হলেই বড় বিপর্যয় নিশ্চিত। সমাজমাধ্যমে সেই গহ্বরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও বারাণসীতে উন্নয়নখাতে কম বিনিয়োগ হয়নি। ২০১৪ থেকে ২০১৫-এর মার্চ পর্যন্ত ৫৮০টি প্রজেক্টে মোট বিনিয়োগ হয়েছে ৪৮,৪৫৯ কোটি টাকা। তাও কোটি টাকার উন্নয়নে সাধারণ মানুষের যন্ত্রণার শেষ নেই।
আরও পড়ুন-রতুয়ায় গঙ্গাভাঙন রোধের কাজ, স্থায়ী সমাধানের আশ্বাস বিধায়কের
আবার ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের নরসিংহপুর-হোশঙ্গাবাদ জাতীয় সড়কে ধসে পড়েছে ব্রিজ। নরসিংহপুরে মানুষদের বাধ্য করা হচ্ছে অসম্পূর্ণ সেতুর পাশ দিয়ে দড়ি ব্যবহার করে প্রাণের ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী পারাপারে। আবার ইন্দোরের মতো শহরেও ব্যস্ত রাস্তায় বিরাট ভূমিক্ষয়। সেখানেও বারাণসীর মতোই বিরাট ফাঁপা গহ্বরের আকারে বেরিয়ে পড়েছে নখদন্তহীন উন্নয়নের কঙ্কালসার চেহারা। শহরের ব্যস্ত রাস্তায় যেখানে দিনে লক্ষ-লক্ষ গাড়ি চলাচল করে, সেখানে রাস্তার উপর পিচের পাতলা প্রলেপ ধসে গিয়ে বিজেপি সরকারের উন্নয়নের মুখোশ খুলে দিল। শুধু উন্নয়নই নয়, রাস্তার নিচে এমন সর্বগ্রাসী ফাঁপা গহ্বর মানুষের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে।