প্রতিবেদন : লখিমপুর খেরিতে কৃষকদের খুনের ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। বৃহস্পতিবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ৮০ সদস্যের যে জাতীয় কর্মসমিতির তালিকা প্রকাশ করেছে তাতে বাদ দিয়েছে বরুণ ও তাঁর মা মানেকা গান্ধীকে। রাজনৈতিক মহল মনে করছে, কৃষকদের পাশে দাঁড়ানো এবং লখিমপুরের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি করার জন্যই বরুণ ও তাঁর মায়ের নাম বিজেপির জাতীয় কর্মসমিতির থেকে বাদ পড়েছে। দু’দিন আগেই লখিমপুর নিয়ে কড়া মন্তব্য করেছিলেন বরুণ। তিনি বলেছিলেন, লখিমপুরে যারা কৃষক খুনের ঘটনায় জড়িত তাদের খুঁজে বার করে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। সেখানে যে ঘটনা ঘটেছে তা দেখলে শিউরে উঠতে হয়। এই ঘটনা যে কোনও বিবেকবান মানুষের হৃদয়কে নাড়া দেবে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা দেখার দরকার নেই। যারা জড়িত তাদের সকলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন: ত্রিপুরার নতুন কমিটির সঙ্গে আজ অভিষেকের বৈঠক
যদিও গেরুয়া দল এ ধরনের অভিযোগ মানতে নারাজ। বিজেপির পাল্টা দাবি, বিশেষ কোনও উদ্দেশ্যে কারও নাম বাদ পড়েনি। জাতীয় কর্মসমিতিতে প্রতি বছরই নিয়মমতো কিছু রদবদল করা হয়। এতে বিস্ময়ের কিছু নেই।