সংবাদদাতা, শিলিগুড়ি : উৎসবের মেতে গোটা বাংলা। দীপাবলির আলো, কালীপুজো, ভাইফোঁটা— দেদার খাওয়াদাওয়া বাঙালির হেঁশেলে। তবে সবজির যা চড়া দাম তা নিয়ে মাথায় হাত সবার। ভাইফোঁটার আগেই সবজির বাজারে আগুন। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির কারণেই সব সবজির দাম চড়া, বলছেন সবজিবিক্রেতারা। শিলিগুড়ির বাজারে ফুলকপি বেগুন ও লঙ্কার দাম ঊর্ধ্বমুখী।
আরও পড়ুন-বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য সহানুভূতি বৃত্তি রাজ্যের
বুধবার শিলিগুড়ির ফুলেশ্বরী মার্কেটে বেগুন ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ফুলকপি ১০০ টাকা, লঙ্কা ১৫০ টাকা, বাঁধাকপি ৮০ টাকা ও পেঁয়াজকলি ২০০ টাকা কেজি। ভাইফোঁটার বাজার করতে গিয়ে কালঘাম ছুটেছে আমজনতার। অল্প অল্প সবজি দিয়েই এবার ভাইফোঁটা সারবেন গৃহবধূ শ্রীময়ী সেন। বললেন, কী আর করা যাবে! যেখানে এক কিলো সবজির দরকার সেখানে আড়াইশো গ্রামেই কাজ সারতে হচ্ছে। মাছের বাজারেও আগুনের ছোঁয়া। বিক্রেতারা বলছেন, এখন বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শিম ইত্যাদি কিছু সবজি বাজারে পাওয়া গেলেও সেগুলোর দাম অনেকটাই বেশি। স্বাদও তেমনভাবে নেই। বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজি আসতে অনেকটাই দেরি আছে। এখনও মাত্র কয়েকটি সবজিই বাজারে আছে। তাই চাহিদা বেশি। কিন্তু ফলন কম। তাই দাম বেশি।