প্রতিবেদন : বাজারে সবজির দাম (Vegetable Price) ছেঁকা দিচ্ছে মধ্যবিত্ত মানুষকে। এই পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালালেন জেলা কৃষি দফতরের কর্তারা। মঙ্গলবার বাঁকুড়ার মাচানতলা সবজি বাজার ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিকেরা। আলু, পিঁয়াজ, রসুন-সহ অন্যান্য শাকসবজির বাজারদর সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা। কথা বলেন বেশ কিছু ক্রেতাবিক্রেতার সঙ্গে। অতিবৃষ্টির কারণেই শাকসবজির দাম বেশ চড়া হয়েছে বলে মনে করছেন বাজার পরিদর্শনে যাওয়া কৃষিকর্তারা। তবে তাঁরা আশ্বাস দিয়েছেন, শিগগিরই সবজির দাম নিয়ন্ত্রণে এসে যাবে। মাচানতলা বাজারের ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে এই মুহূর্তে শাকসবজির (Vegetable Price) জোগান কমে গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই দামও একটু বেড়েছে। সহ কৃষি অধিকর্তা জওহরলাল ভৌমিকের কথায়, শাকসবজির দাম নিয়ন্ত্রণের লক্ষ্যেই আমাদের এদিনের এই বাজার পরিদর্শন অভিযান। বৃষ্টির কারণে সবজির দাম বাড়ার কথা বলছেন ক্রেতারাই। তবে ফারাক রয়েছে খুচরে বাজার ও আড়তের দামের মধ্যে। যদি দাম লাগামছাড়া হয় তাহলে অচিরে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।