পাটুলীতে নাবালিকাকে টেনে হিঁচড়ে নিয়ে চাকায় পিষল সবজির ভ্যান

দুর্ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক কিন্তু স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পিক অ্যাপ ভ্যানটিকে ধরা গিয়েছে।

Must read

কড়া নজরদারি এড়িয়েও রাতের শহরে ফের মদ্যপ চালকের তাণ্ডব নিয়ে পাটুলি (Patuli) এলাকায় চাঞ্চল্য। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ কামালগাজির কাছে এক নাবালিকাকে সবজি বোঝাই পিক আপ ভ্যান ধাক্কা মারল। সূত্রের খবর, ধাক্কা মেরে দাঁড়ায়নি গাড়িটি। হঠাৎ এমন ধাক্কায় কিশোরীর দেহ চাকায় জড়িয়ে যায়। কিন্তু ভ্যানটি না থামায় সেই অবস্থাতে কয়েক মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় মেয়েটিকে। দুর্ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক কিন্তু স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পিক অ্যাপ ভ্যানটিকে ধরা গিয়েছে। পুলিশ গাড়ি উদ্ধার করতে গেলে স্থানীয়রা ঘটনার জেরে বিক্ষোভ দেখায়। গাড়ির চালককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

আরও পড়ুন-নতুন সেনা প্রধানের পদে দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

জানা গিয়েছে, ঢালী পাড়ার বাসিন্দা প্রিয়া প্রামাণিক, বয়স ১৩ মায়ের সঙ্গে টিউশন থেকে বাড়ি ফিরছিল। সাইকেল নিয়ে সাহা পাড়া ক্রসিং-এ দাঁড়িয়েছিল মেয়েটি। হঠাৎ সিগন্যাল না মেনেই দ্রুতগতিতে এগিয়ে এসে একটি সবজি বোঝাই ট্রাক তাকে ধাক্কা মারে। শুধু তাই নয়, বেশ কিছুদূর পর্যন্ত টেনে নিয়ে যায় তাকে। কিশোরীর মা কোনমতে রক্ষা পেয়েছে। গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, স্থানীয় যুবকরা গাড়িটিকে ধাওয়া করে পাটুলি ক্রসিং এর কাছে ধরতে পারে। গাড়িতে থাকা বাকিরা যদিও পালিয়ে গিয়েছে তবে চালক মদ্যপ থাকার কারণেই পালাতে পারে নি বলেই মনে করা হচ্ছে।

Latest article