প্রতিবেদন : রাজধানী দিল্লির নির্ভয়া কাণ্ড একসময় গোটা দেশে হইচই ফেলে দিয়েছিল। নারী সুরক্ষা এবং নারীদের নিরাপত্তায় সরকারের গাফিলতির অভিযোগ তুলে ফুঁসে উঠেছিল দেশের প্রতিটি মানুষ। জনতার ক্ষোভ সামাল দিতে তৎকালীন ইউপিএ সরকার নারীদের উপর বেড়ে চলা অত্যাচার রোখার জন্য ২০১৩ সালে নির্ভয়া তহবিল (Nirbhaya Fund) গঠন করেছিল। মহিলাদের প্রতি অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে এই তফবিলের অর্থ কাজে লাগানোর কথা। ঠিক হয়েছিল, নির্ভয়া তহবিলের টাকায় বিভিন্ন রাজ্যে পুলিশ টহলদারি গাড়ি কেনা হবে। রাতে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে ওই গাড়িতে টহল দেবেন স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন-বিজেপি নেতার ইস্তফা
নির্ভয়া তহবিলের (Nirbhaya Fund) ৩০ কোটি টাকা দিয়ে জুন মাসে ২২০টি বোলেরো, ৩৫টি আর্টিগা, ৩১৩টি পালসার মোটর সাইকেল এবং ২০০টি স্কুটার কিনেছিল মুম্বই পুলিশ। কিন্তু যে কাজের জন্য গাড়িগুলি কেনা হয়েছিল সেই কাজে ব্যবহার করছে না মহারাষ্ট্রের শিন্ডে সরকার। বিজেপির মদতে ক্ষমতায় বসা একনাথ শিন্ডে সরকারের মন্ত্রী এবং বিধায়কদের কনভয়ে ওই সমস্ত গাড়ি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পড়ল মহারাষ্ট্র সরকার। বিরোধীদের অভিযোগ শিন্ডের নেতৃত্বাধীন ৪০ জন বিধায়ক এবং ১০ জন সাংসদকে ওয়াই-প্লাস উইথ এসকর্ট নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে বেশিরভাগ গাড়ি। এ প্রসঙ্গে শিবসেনা সংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী ট্যুইট করেছেন, নির্ভয়া তহবিলের টাকা মহিলা সুরক্ষার জন্য ব্যবহার করার কথা। কিন্তু তা না করে সেই টাকায় কেনা গাড়ি মহারাষ্ট্রের ক্ষমতাসীন জোটের সাংসদ, বিধায়কদের এসকর্ট যান হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…