প্যাংগং হ্রদের ওপর সেতু তৈরি চিনের! শুরু যান চলাচলও, বাড়ছে চিন্তা

Must read

ফের ভারতের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে চিন। প্যাংগং হ্রদের (Pangong Lake Bridge) উত্তর এবং দক্ষিণ তীরের একটি বিরাট অংশ জুড়ে কংক্রিটের সেতু বানিয়ে ফেলেছে চিনা ফৌজ। সেতুটি প্রায় ৪০০ মিটার দীর্ঘ। এই সেতুর উপর দিয়ে ইতিমধ্যেই হাল্কা ওজনের যান চলাচল শুরু হয়েছে। এই উপগ্রহচিত্র প্রকাশ্যে আসায় নয়াদিল্লির চিন্তা আরও বাড়ছে।

আরও পড়ুন- অলিম্পিক্সে পদক জয় মনু-সরবজ্যোতের, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

এই বিষয়ে উপগ্রহ চিত্র বিশেষজ্ঞ ড্যামিয়েন সিমোন জানিয়েছেন, নতুন যে সেতু (Pangong Lake Bridge) তৈরি করা হয়েছে, তার মাধ্যমে চিনের সেনার কাছে অনেক দ্রুত রসদ এবং সামরিক সরঞ্জাম পৌঁছে যাবে।

১৯৫৮ সাল থেকেই প্যাংগং হ্রদের এই অংশ চিনা ফৌজের দখলে। ২০২০ সালের মে মাসে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষের পরে উত্তর এবং দক্ষিণ তীরের একাংশ জুড়ে সেতু তৈরি শুরু হয়। জানা গিয়েছে, নতুন ব্রিজটি চিনের মূল ভূখণ্ডের সঙ্গে ৫০-১০০ কিমি অবধি দূরত্ব কমিয়েছে। ফলে অনেকটা সময় কম লাগবে। যুদ্ধের সময় সুবিধা পাবে পিপলস আর্মি।

Latest article