হিন্দু-মুসলিমের মিলনক্ষেত্র ভেলা ভাসান

এই অনুষ্ঠান তাদের বাবা ঠাকুরদার আগের আমল থেকে চলে আসছে। হিন্দু মুসলিম-সহ বিভিন্ন ধর্মের মানুষেরা এই মেলায় যোগদান করে।

Must read

অনির্বাণ কর্মকার, বর্ধমান: চিরাচরিত রীতি মেনে প্রতিবছরের মতো এ-বছরও মহা ধুমধামে বুদবুদের কোটা গ্রামে ভেলা ভাসান অনুষ্ঠিত হল। বিকাল পাঁচটা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত। মাত্র কয়েক ঘণ্টার এই অনুষ্ঠানের জন্য বসে মেলা। যা সাত দিন ধরে চলে। ভেলা ভাসান অনুষ্ঠানকে ঘিরে কোটা গ্রামে মেলার পাশাপাশি সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোটা গ্রামের বাসিন্দা শেখ শাহাদাদ জানিয়েছেন, ছোট থেকে তারা এই অনুষ্ঠান দেখে আসছেন।

আরও পড়ুন-জঙ্গলমহলে তিনদিনের গো-উৎসব শেষ গরুখোঁটায়

এই অনুষ্ঠান তাদের বাবা ঠাকুরদার আগের আমল থেকে চলে আসছে। হিন্দু মুসলিম-সহ বিভিন্ন ধর্মের মানুষেরা এই মেলায় যোগদান করে। মূলত কালীপুজোর সময় কোটা গ্রামে একটি শিবের, একটি হরগৌরী ও বেশ কয়েকটি কালীপুজোর আয়োজন করা হয়। গ্রামের বাসিন্দারা ঠিক করেন গ্রামের প্রতিমা নিরঞ্জন করতে যা খরচা তাতে গ্রামের মানুষের পক্ষে সম্ভব হত না। আবার গ্রামের মানুষ প্রতিমা দর্শনের জন্য অপেক্ষায় থাকত। তারা ঠিক করেন যে পুকুরে ঠাকুর বিসর্জন দেন সেই পুকুরে ভেলায় ঠাকুর ভাসিয়ে গ্রামের মানুষকে এক জায়গায় জড়ো করে প্রতিমা দর্শনের সুযোগ করে দেবেন। সেই মতো গাড়ির টিউবের উপর বাঁশ ও খড় দিয়ে ভেলা তৈরি করে সেই ভেলার উপর গ্রামের সমস্ত দেব-দেবীদের নিয়ে গোটা পুকুর জুড়ে পরিক্রমা করে সন্ধ্যার পর প্রতিমা নিরঞ্জন করা হয়।

Latest article