মেক্সিকোকে হারিয়ে চমক ভেনেজুয়েলার

বৃহস্পতিবার ভেনেজুয়েলা ১-০ গোলে হারিয়েছে মেক্সিকোকে। এই জয়ের সুবাদে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-র শীর্ষে রইল ভেনেজুয়েলা।

Must read

ক্যালিফোর্নিয়া, ২৭ জুন : আর্জেন্টিনার পর এবার ভেনেজুয়েলা। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টিকিট পাকা করল আরও একটি দল। বৃহস্পতিবার ভেনেজুয়েলা ১-০ গোলে হারিয়েছে মেক্সিকোকে। এই জয়ের সুবাদে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-র শীর্ষে রইল ভেনেজুয়েলা। জামাইকার বিরুদ্ধে শেষ ম্যাচ তাদের কাছে এখন নিছকই নিয়মরক্ষার। অন্যদিকে, হেরে চাপে মেক্সিকো। যা পরিস্থিতি, তাতে শেষ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে জিততেই হবে তাদের। এই গ্রুপের অন্য ম্যাচে জামাইকাকে ৩-১ গোলে হারিয়েছে ইকুয়েডর। ২ ম্যাচে তাদের পয়েন্ট মেক্সিকোর সমান ৩। জামাইকা টানা দু’ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল।

আরও পড়ুন-বুমরা হাজার গুণ এগিয়ে: কপিল

ভেনেজুয়েলা-মেক্সিকো ম্যাচে প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্যভাবে। তবে ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভেনেজুয়েলাকে এগিয়ে দেন অধিনায়ক সালমন রন্ডন। পিছিয়ে পড়ে গোল শোধের জন্য ঝাঁপিয়েছিল মেক্সিকো। ৮৭ মিনিটে পেনল্টিও আদায় করে নেয় তারা। কিন্তু ওরবেলিন পিনেডার নেওয়া পেনাল্টি রুখে দেন ভেনেজুয়েলার গোলকিপার রাফায়েল রোমো।
অন্যদিকে, জামাইকার বিরুদ্ধে ১৩ মিনিটেই ক্যাসি পামারের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল ইকুয়েডর। প্রথমার্ধের সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে ২-০ করেন কেন্ড্রি পেজ। ৫৪ মিনিটে জামাইকার হয়ে ব্যবধান কমিয়েছিলেন মাইকেল আন্তোনিও। যদিও ৯১ মিনিটে অ্যালান মিন্ডার গোলে জয় নিশ্চিত করে ফেলে ইকুয়েডর।

Latest article