প্রতিবেদন : শেষ হয়েছে মামলার শুনানি। আগামিকাল শনিবার আরজি কর (RG kar) হাসপাতালের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় মূল মামলার রায় দেবে শিয়ালদহ আদালত। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই ধর্ষণ করে খুনের মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তারপর লালবাজারের দেখানো পথে হেঁটেই ধর্ষণ-খুনের চার্জশিটে সঞ্জয়কেই মূল অপরাধী হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও। ইতিমধ্যেই সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে চার্জগঠনও হয়েছে। কলকাতা পুলিশ যে সঠিক পথেই তদন্ত এগিয়ে নিয়ে গিয়েছিল, সেটাই মান্যতা পেয়েছে সিবিআইয়ের চার্জিশিটে। নিম্ন আদালতের রুদ্ধদ্বার কক্ষে ধাপে ধাপে ৫৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ধৃত সঞ্জয়ের উপস্থিতিতেই নির্যাতিতার বাবা, বেশ কয়েকজন সহকর্মী জুনিয়র চিকিৎসক, তদন্তকারী পুলিশ আধিকারিক ও ফরেনসিক বিশেষজ্ঞদের বয়ান রেকর্ড করা হয়েছে। ক্লোজিং সাবমিশনে মূল কালপ্রিট হিসেবে সঞ্জয়ের নাম উল্লেখ করে তার সর্বোচ্চ সাজা— ফাঁসি চেয়েছে সিবিআইও। শনিবার এই মামলাতেই চূড়ান্ত রায় শোনাবেন শিয়ালদহ আদালতের বিচারক।
আরও পড়ুন- তারকারাই নিরাপদ নন মুম্বইয়ে কী বলবে এখন বিজেপি সরকার