শনিবারের পরিস্থিতি আরও খারাপ শিয়ালদহ স্টেশনে! ঢুকছে না বহু ট্রেন

Must read

শুক্রবারের পর শনিবারও দুর্ভোগ যাত্রীদের। শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) বাতিল বহু ট্রেন। এর জেরে নাজেহাল যাত্রীরা। অগুনতি ট্রেন শিয়ালদহ উত্তর এবং মেন শাখায় দেরিতে আসছে। সময় পেরিয়ে যাচ্ছে তাও অনেক ট্রেন আসছেও না। তারপর যদিও কোনও ট্রেন আসছে তাতে ভিড়ের চাপে বহু মানুষ সেই ট্রেনে উঠতেও পারছেন না। এর জেরে ভিড় বাড়ছে মেট্রো এবং বাস এবং অটোতেও। ট্রেন না চলায় বহু মানুষ সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না। গতকালের তুলোনায় আজ পরিস্থিতি আরও খারাপ। অনেক বেশি ভিড় বেড়েছে স্টেশনগুলিতে। ট্রেনে চাপতে কালঘাম ছুটে যাচ্ছে। জানা গিয়েছে, আপ কৃষ্ণনগর সিটি গ্যালপিং লোকাল প্রতিটি স্টেশনে থেমে থেমে যাচ্ছে। অন্যদিনের তুলনায় আজ ভিড় অত্যাধিক বেশি।

আরও পড়ুন- প্রয়াত মিডিয়া ব্যারন রামোজি রাও, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার রাত বারোটা থেকে শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। এর জেরে বহু ট্রেন বাতিল। অনেক ট্রেন যাত্রা শুরু ও শেষ করছে দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বারাসত এবং কল্যাণী স্টেশনে। যাত্রীদুর্ভোগের শেষ নেই। শুক্রবার সকাল থেকেই শিয়ালদহ (Sealdah Station) মেন এবং উত্তর শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক না থাকায় সকাল থেকে রাত অবধি স্টেশনগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল। শুক্রবার সকালে টিটাগড় এবং খড়দহ স্টেশনের মাঝে ভিড়ের চাপে এক তরুণ ট্রেন থেকে পড়েও যান। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। রবিবার পর্যন্ত চলবে কাজ। যার জেরে ভোগান্তির শিকার যাত্রিরা। এই সমস্যার জন্য রেলকেই দায়ী করেছেন যাত্রীরা।

Latest article