লন্ডন : করোনার হাত থেকে কবে মানুষ মুক্তি পাবে, এ প্রশ্নটাই এখন গোটা বিশ্বকে তাড়িয়ে বেড়াচ্ছে। পৃথিবীর সব দেশের মানুষই জানতে চান, তাঁরা কবে ফের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। শেষ পর্যন্ত আমজনতাকে স্বস্তি দিলেন অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার গবেষকরা।
আরও পড়ুন-মহালয়া থেকে “ফুড সেফটি ড্রাইভ” শুরু করতে চলেছে কলকাতা পুরসভা
করোনা ভাইরাস ক্রমশই তার শক্তি হারাচ্ছে। এই মারণ ভাইরাসের রূপ বদলের আর তেমন কোনও সম্ভাবনা নেই। ফ্লু ভাইরাসগুলি যেমন সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ দুর্বল হয়েছে, করোনা ভাইরাসও তেমনই ক্রমশ দুর্বল হয়ে পড়বে। এর মধ্যে করোনা ভাইরাসের যে পরিবর্তন হতে পারে তা প্রতিরোধের ক্ষমতা গবেষকরা তৈরি করে ফেলবেন। যেকোনও ভাইরাসই সময়ের সঙ্গে সঙ্গে তার ক্ষমতা হারায়। তাই খুব শীঘ্রই এই ভাইরাসও সাধারণ সর্দি-কাশির মতো অসুখ হয়ে উঠবে। সেই সঙ্গে এই ভাইরাস তার মারণক্ষমতাও হারাবে।
আরও পড়ুন-অসম থেকে দিল্লিকাণ্ড তোপ দাগলেন মমতা
অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার অধ্যাপক ও বিশ্বের প্রথম করোনা টিকা আবিষ্কারক ডেম সারা গিলবার্ট বিশ্ববাসীকে আশ্বস্ত করে এই কথা জানিয়েছেন। উল্লেখ্য, অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার করোনা টিকা আবিষ্কার করেছেন এই গিলবার্টই। লন্ডনের ডেইলি মেলে তাঁর এই বক্তব্য প্রকাশ হয়েছে। তিনি বলেছেন, করোনা ভাইরাসের নতুন কোনও স্ট্রেন তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে এটি একটি সংক্রামক ভাইরাস হিসেবে আগামী দিনেও পৃথিবীতে রয়ে যাবে।