প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বহুদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। একটি কিডনিও অচল ছিল। এছাড়া ছিল বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৮ বছর। বাসন্তী চট্টোপাধ্যায়ের শেষ ধারাবাহিক ছিল ‘গীতা এলএলবি’-তে। অসুস্থ অবস্থাতে বাড়িতে পরিচারিকার সঙ্গে থাকতেন তিনি। আপাতত বর্ষীয়ান এই অভিনেত্রীর দেহ রাখা রয়েছে তাঁর নিজের বাড়িতেই।
আরও পড়ুন-বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় জয় তৃণমূলের
অপেক্ষা তাঁর মেয়ে আসার। মৃত্যুর খবর দেওয়া হয়েছে আর্টিস্ট ফোরামে। শেষ ধারাবাহিক করার সময় একবার তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন অসুস্থতা নিয়েও শুটিং-এ আসেন তিনি। তবে সকলেই তাঁর সঙ্গে সহযোগিতা করতেন। তিনি এও জানান মাসে ২০ হাজার টাকার ওষুধ খেতেন তিনি। সাড়ে চার হাজার টাকা খরচ হত শুধু মাত্র ইনজেকশনে। তবুও নিজের তাগিদেই রোজ দমদম থেকে সোনারপুরে শুটিং সেটে ঠিক সময়ে পৌঁছে যেতেন অভিনেত্রী। অসাধারণ অভিনয় দক্ষতা ও মানুষের সাথে সাবলীল আচরণ রিল ছাড়াও রিয়েল লাইফে তাঁকে বেশ জনপ্রিয় করে তুলেছিল। তিনি থিয়েটারের মঞ্চ থেকে সিনেমা, সিরিয়াল আর অবশেষে টলিপাড়ায় নিজের পায়ের তলার মাটি শক্ত করে নেন সময়ের সাথে।
আরও পড়ুন-উত্তরবঙ্গের পর্যটনে নতুন দিগন্ত ‘সম্প্রীতি ভ্রমণ’
অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া গোটা টলিউড জুড়েই। বাসন্তী দেবীর পরিচারিকা জানান, নতুন করে কোনও সমস্যা তৈরি হয়নি। তবে হঠাৎই চলে গেলেন। গত ছ’মাস শারীরিক ভাবে খুব কষ্ট পেয়েছেন।