প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু

শোকের আবহ বাংলা নাট্য জগতে। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু (Bhadra Basu)। শারীরিক অসুস্থতার কারণে দিন তিনেক আগে অস্ত্রোপচার

Must read

শোকের আবহ বাংলা নাট্য জগতে। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু (Bhadra Basu)। শারীরিক অসুস্থতার কারণে দিন তিনেক আগে অস্ত্রোপচার। শুক্রবার মধ্যরাতে সব শেষ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। শনিবার সকালে মায়ের সঙ্গে ছোটবেলার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে কন্যা দামিনী বেণী বসু লেখেন, “চিরন্তন আনন্দ, মা…”। খবর প্রকাশ্যে আসার পর থেকেই স্তব্ধ নাট্যজগত। প্রবীণা অভিনেত্রীর প্রয়াণে বাংলা থিয়েটারে যেন এক অধ্যায়ের সমাপ্তি।

আরও পড়ুন-শীতের অনুভূতিতে বাধা, ফের ঊর্ধ্বমুখী হবে পারদ

মঞ্চ থেকে পর্দা, অভিনয় জগতে নিজের সাবলীল স্বকীয় ছাপ প্রতিষ্ঠিত করেছেন ভদ্রা বসু। অতি সম্প্রতি সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ ও অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত ‘বেলা’ ছবিতে বড়পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল তাঁর। সেই সময় অতিরিক্ত রক্তচাপ এবং হৃদযন্ত্রে কিছু সমস্যা ছিল। ওষুধের মাধ্যমে সুস্থ করার চেষ্টা চলছিল। এরপর আচমকা বাড়িতে অজ্ঞান হয়ে যাওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে অপারেশন করানো হয়। কিন্তু মস্তিষ্কের অতিরিক্ত রক্তক্ষরণেই সব শেষ।ইহজগতের মায়া কাটিয়ে পরলোকের পথে পাড়ি দেন প্রখ্যাত নাট্য নির্দেশক তথা অভিনেতা অসিত বসুর স্ত্রী। ‘গওহরজান’-এর চলে যাওয়া মেনে নিতে পারছেন না প্রাক্তন জামাই সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee)। অভিনেতার কথায়, “দ্বিতীয়বার মাকে হারালাম।” দামিনীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেও সদ্যপ্রয়াত ভদ্রার সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর। নিমতলা ঘাটে নাট্যপরিচালক-অভিনেত্রীর শেষকৃত্যে উপস্থিত ছিলেন অভিনেতা। সোহন বন্দ্যোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সঙ্ঘশ্রী সিংহ মিত্র-সহ মঞ্চ এবং পর্দার অভিনেতারাও শোক প্রকাশ করেছেন।

 

Latest article