বাংলার স্বর্ণযুগের অভিনেত্রী লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। ভানু বন্দ্যোপাধ্যায় থেকে উত্তমকুমার সকলের সঙ্গেই অভিনয় করেন তিনি। ৮২ বছর বয়সেও দাপটের সঙ্গে অভিনয় করছেন তিনি। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে ঠাকুমার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু বিষ কয়েকদিন হল তিনি স্ক্রিনে নেই। জানা গিয়েছে, গত ১২দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল থেকে ফিরে চিকিৎসকের কড়া নিয়মে বাড়িতে আছেন তিনি এখন।
আরও পড়ুন-বর্ষণমুখর দিন, বাংলায় ৫ জেলার জন্য ‘বড়’ সতর্কতা
লিলি চক্রবর্তীর নিজেই তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেন, “আমি ভাল নেই। শরীর খুব খারাপ আমার। আমি হাসপাতালে ভর্তি ছিলাম।”
আরও পড়ুন-গুলির লড়াইয়ে নিকেশ চার মাওবাদী
সূত্রের খবর, করোনার সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছিলেন। জানা যায় তাঁর হাই ব্লাড সুগার, হাঁপানি, সিওপিডি অর্থাৎ ফুসফুসের সমস্যা রয়েছে। এই কারণে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে। ফুসফুস খুবই দুর্বল। সুস্থ হতে সময় লাগবে। শুটিংয়ে যাচ্ছেন না এখন তিনি। প্রসঙ্গত, টলি পাড়ায় কিছুদিন আগেই কিডনি এবং বার্ধক্যজনিত নানা অসুস্থতার ফলে হাসপাতালে চিকিৎসাধীন ৮৬ বছরের অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। কোমায় ছিলেন তিনি।