অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Veteran Actress Madhabi Mukherjee)। শুক্রবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তিনি বর্তমানে আলিপুরের (Alipore) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চলছে স্বাস্থ্য পরীক্ষা।
হাসপাতাল সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অ্যানিমিয়ায় ভুগছিলেন বছর ৮০-র অভিনেত্রী। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরে শর্করার পরিমাণও বেশি রয়েছে। এছাড়া বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যাও রয়েছে অভিনেত্রী। শুক্রবার আচমকাই অসুস্থবোধ করেন তিনি। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক।
জানা গিয়েছে, মাধবী মুখোপাধ্যায়ের (Veteran Actress Madhabi Mukherjee) সামান্য শ্বাসকষ্ট রয়েছে। ইতিমধ্যেই তাঁর ইসিজি করার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকেরা। আপাতত, চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন মাধবী মুখোপাধ্যায়। তাঁর অন্য কোনও শারীরিক সমস্যা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ত্রিপুরায় গঠিত তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি, দেখে নিন একনজরে
হাসপাতাল সূত্রে খবর, আপাতত তিনি মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। কেন তিনি দুর্বল এবং অসুস্থ বোধ করছেন জানতে বেশ কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সে গুলি করানো হচ্ছে। পরীক্ষার রিপোর্ট দেখেই চিকিৎসা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।পরিবার সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে রবিবারই তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।