সরকারি হুমকি, এরপরই প্রবীণ সাংবাদিকের রহস্যমৃত্যু হল বাংলাদেশে

Must read

প্রতিবেদন: বাংলাদেশে ফের গণতন্ত্রের হত্যা! প্রবীণ সাংবাদিকের উপর সরকারের শীর্ষস্তর থেকে লাগাতার চাপ, ভীতি প্রদর্শন। এরপরই প্রবীণ সাংবাদিকের রহস্যমৃত্যু ঘিরে বিতর্কের ঝড়।
মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারের রোষানলে পড়েই বর্ষীয়ান সাংবাদিকের রহস্যমৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠছে। মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে উদ্ধার হয়েছে প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের (bibhu ranjan sarkar) দেহ। জানা গিয়েছে, মৃত্যুর আগে ওই সাংবাদিককে সরকারি হুমকির চাপে জোর করে ছুটিতে পাঠানো হয়েছিল। তারপরও ক্রমাগত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। গত ১৪ অগাস্ট বাংলাদেশের এক পত্রিকায় ‘ইতিহাসের ঘটনাবহুল অগাস্ট’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়, যার দায়িত্বে ছিলেন নিহত সাংবাদিক বিভুরঞ্জন সরকার (bibhu ranjan sarkar)। ওই নিবন্ধে একবছর আগের গণঅভ্যুত্থানে জঙ্গিযোগের ইঙ্গিত ছিল। এতেই প্রবল ক্ষুব্ধ হয় অন্তর্বর্তী সরকার। সত্য প্রকাশের আশঙ্কায় জামাতের মদতপুষ্ট ইউনুস সরকার মতপ্রকাশের স্বাধীনতায় কুৎসিতভাবে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ। এক্ষেত্রেও অন্তর্বর্তী সরকারের তরফে ওই পত্রিকার সম্পাদককে ফোন করে লাইসেন্স বাতিল ও গোয়েন্দা এজেন্সি লেলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সঙ্গে আরও ৮ সাংবাদিককে ‘ফ্যাসিস্ট দোসর’ তকমা দিয়ে চাকরিচ্যুত করার চাপ দেওয়া হয়।
এই ঘটনার পর ওই প্রবীণ সাংবাদিককে জোর করে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়। কিন্তু এরপরও ক্রমাগত খুনের হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। ঘটনাচক্রে এরপরই উদ্ধার হল বর্ষীয়ান সাংবাদিকের দেহ। সহকর্মীদের দাবি, শুধু মৃত্যু নয়, এটি একটি পরিকল্পিত খুন। এই ঘটনায় প্রশ্নের মুখে বাংলাদেশের সাংবাদিকদের সুরক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতা।

আরও পড়ুন-এসআইআর-এর নাম করে কারও নাম বাদ দেওয়া সহজ নয় : সুজিত

Latest article