জাতীয়

উপাচার্য নিয়োগ মামলা: সুপ্রিম কোর্টে ধাক্কা আচার্যের! দেরির কারণ সিল বন্ধ খামে জানানোর নির্দেশ

সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঁধে দেওযা সময়ের মধ্যেও কেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হয়নি। আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Anand Bose) আইনজীবীর কাছে জানতে চাইল শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে। সিল বন্ধ খামে সেটি জানানো নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বৃহস্পতিবার, রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ মামলার শুনানিতে রাজ্য সরকারের (State Government) তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয় ১৭টি বিশ্ববিদ্যালয়ে এখনও উপাচার্য নিয়োগ করা হয়নি৷ এর মধ্যে আছে কলকাতা, যাদবপুর, রবীন্দ্র ভারতী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়৷ দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে আর্জি জানান রাজ্য সরকারের আইনজীবী জয়দীপ গুপ্ত। পাল্টা আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আইনজীবী অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি বলেন, কয়েকটি বিষয়ে জটিলতা আছে, যেটা সিল বন্ধ খামে তাঁরা আদালতে জানাতে চান৷

আরও পড়ুন- ভুয়ো নোটিশ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়! কড়া বিবৃতি UGC-র

রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের খালি থাকা পদের মধ্যে কতগুলিতে উপাচার্য নিয়োগের কাজ শেষ করা হয়েছে? গত মাসের শেষে শুনানিতে শুনানি চলাকালীন রাজ্যপাল তথা আচার্যের আইনজীবী জয়দীপ মজুমদারের কাছে জানতে চান সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্যকান্ত৷ জয়দীপ মজুমদার আদালতকে জানান, ১৯টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের কাজ হয়ে গেছে, বাকি আছে ১৭টি৷ এই সময়েই রাজ্য সরকারের তরফে সওয়াল করার জন্য উপস্থিত বর্ষীয়ান আইনজীবী জয়দীপ গুপ্ত জানান, জানুয়ারি মাসেই উপাচার্য নিয়োগের কাজ শেষ করার কথা ছিল, কিন্ত্ত তা করা হয়নি৷ বর্ষীয়ান আইনজীবীর কথা শুনেই উপাচার্য নিয়োগের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন শীর্ষ আদালতের দুই বিচারপতি৷ কোনওভাবেই এই নির্দেশের অন্যথা চাননা তাঁরা, রাজ্যপাল তথা আচার্যের আইনজীবীকে বোঝানো হয়েছে সেকথাও৷ দু সপ্তাহ পরে নির্ধারিত শুনানিতে তাঁরা সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখবেন, এদিন জানিয়ে দিয়েছে বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ৷ সেই মতো এই দিন শুনানি হয়।

দুপক্ষের সওয়ালেন পরে বিচারপতি সূর্যকান্ত নির্দেশ দেন, এই কারণ সিল বন্ধ খামে উপাচার্য নিয়োগের দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় ললিতের নেতৃত্বাধীন কমিটির কাছে পেশ করতে হবে৷ আজই সিল বন্ধ খামে অ্যাটর্নি জেনারেল এই বিবরণ আদালতে পেশ করবেন৷ সেটি পাঠিয়ে দেওয়া হবে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের কাছে। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

10 hours ago