সংবাদদাতা, রায়গঞ্জ: রাজ্যপালের বিশেষ অনুমতিতে ওয়ার্ক ফ্রম হোম করছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার রায়। অশিক্ষক কর্মীদের আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়েই আসছেন না তিনি। এরফলে এবারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানুয়ারি মাসে স্নাতক স্তরে প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের এবং স্নাতকোত্তর স্তরের প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষার শিডিউল রয়েছে।
আরও পড়ুন-পরিযায়ী পাখির গণনা শুরু হবে চলতি মাসেই
কিন্তু বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলতে থাকায় আগের সেমিস্টারের রেজাল্টই হাতে পাননি ছাত্র-ছাত্রীরা। চলতি মাসে সেমিস্টার হওয়ার কথা থাকলেও এখনও অ্যাসাইনমেন্ট-এর কাজও দেওয়া হয়নি ছাত্র ছাত্রীদেরকে। গতবছর সেপ্টেম্বর মাসে স্নাতক স্তরের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হলেও রেজাল্ট না পেয়ে পরের পরীক্ষার ফর্ম-ফিলাপ কবে হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত পরীক্ষা পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন ছাত্র-ছাত্রীরা।