সংবাদদাতা, শান্তিনিকেতন : উপাসনাগৃহে সাপ্তাহিক মন্দির অনুষ্ঠানে বুধবার সাংস্কৃতিক শিল্পীদের ফের অশালীনভাবে আক্রমণ করলেন উপাচার্য। বিশ্বভারতীর মন্দিরের ৫৬তম অনুষ্ঠানের ভিডিও আপলোড হয়েছে। সেখানে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী রাবীন্দ্রিক কথাটির ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘রাবীন্দ্রিক শব্দের বুৎপত্তিগত ও তাত্ত্বিক অর্থ আছে।
আরও পড়ুন-মোদি সরকার বাতিল করলে ‘ইন্ডিয়া’ নাম নিতে চায় পাকিস্তান!
সঙ্গীতশিল্পী ও নাটকের কুশীলবরা যাঁরা গান করেন বা নাটক করে উপার্জন করেন, তাঁরা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য এসব করেন। তাঁরাও রাবীন্দ্রিক। একইভাবে যাঁরা কিছুই করেন না, তাঁরাও নিজেদের রাবীন্দ্রিক বলে দাবি করেন। তাঁরাও স্বার্থসিদ্ধি করেন। কবে যাঁরা রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন, তাঁরাই প্রকৃত রাবীন্দ্রিক।’ এর আগেও উপাসনাগৃহে এবং বিভিন্ন সময় বিশ্বভারতীর প্রাক্তনী-সহ রবীন্দ্র-অনুসারীদের স্বার্থান্বেষী রাবীন্দ্রিক বলে কটাক্ষ করেন উপাচার্য। প্রতি বুধবারের মন্দির উপাসনার প্রস্তাবনায় তিনি কখনও ধর্মীয়, কখনও রাজনৈতিক কথাবার্তা বলতেই বেশি পছন্দ করেন। যদিও তা নিয়ে বিরূপ সমালোচনা বা নিন্দাকে পরোয়া করেন না।