প্রতিবেদন : উপরাষ্ট্রপতির পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠিয়ে দিলেন পদত্যাগপত্র। কারণ হিসাবে তিনি, বাংলার প্রাক্তন রাজ্যপাল জানিয়েছেন, শারীরিক অসুস্থতার জন্যই তাঁর এই সিদ্ধান্ত।
আরও পড়ুন-প্রয়াত অচ্যুতানন্দন
গত মাসেই কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভাষণ দিয়ে মঞ্চ থেকে নামার পর জ্ঞান হারিয়েছিলেন তিনি। সোমবার পদত্যাগ করে তিনি জানিয়েছেন, এবার থেকে স্বাস্থ্যকেই অগ্রাধিকার দেবেন তিনি। ২০২২ সালের অগাস্ট মাসে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন জগদীপ ধনকড়। সোমবারও রাজ্যসভায় অধ্যক্ষ হিসাবে সভা পরিচালনার দায়িত্ব পালন করেন তিনি। রাতেই জানান ইস্তফার কথা।