জাতীয়

আজ উপরাষ্ট্রপতি নির্বাচন, গণতন্ত্র সুরক্ষার বার্তা বিরোধী জোটের প্রার্থীর

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি: আজ, মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে গণতন্ত্র রক্ষার শপথ তৃণমূল-সহ বিরোধীদের। ইন্ডিয়া জোট শিবিরের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ভোট দিতে তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভার মোট ৪১ সাংসদ মঙ্গলবার সংসদ ভবনে উপস্থিত থাকবেন বলে দলীয় সুত্রের দাবি। যেহেতু উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ সেই কারণেই তৃণমূল কংগ্রেসের দুই লোকসভা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় অসুস্থতা সত্ত্বেও দিল্লি এসেছেন ভোটাধিকার প্রয়োগ করতে।

আরও পড়ুন-দিনের কবিতা

সোমবার সংসদভবনের সেন্ট্রাল হলে মকপোলের আয়োজন করে তৃণমূল-সহ বিরোধী দলগুলো। ক্রস ভোটিং এবং ভুল ভোটিং রুখতে কী কী সতর্কতা জরুরি তা বুঝিয়ে বলা হয় বিরোধী সাংসদদের। লোকসভায় তৃণমূলের ডেপুটি লিডার শতাব্দী রায় পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেন ভোট প্রক্রিয়ার খুঁটিনাটি। নবাগত ও পুরনো সাংসদদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয় হাতেকলমে। মঙ্গলবার দুপুরেই দিল্লি পৌঁছবেন তৃণমূলের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদভবনে গিয়ে প্রয়োগ করবেন ভোটাধিকার। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীর নির্বাচনী এজেন্ট হচ্ছেন লোকসভায় তৃণমূলের ডেপুটি লিডার শতাব্দী রায়। কাউন্টিং এজেন্ট হচ্ছেন কংগ্রেস সাংসদ মানিকম টেগর এবং শক্তিসিং গোহিল।

আরও পড়ুন-প্রয়াত সাংবাদিক সংকর্ষণ ঠাকুর

লক্ষণীয়, এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের বিরুদ্ধে ইন্ডিয়া শিবিরের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে বেছে নেওয়া হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরাজনৈতিক কোনও ব্যক্তিকে প্রার্থী করার বিষয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেছিলেন। সেই সূত্রেই বেছে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে। বিরোধী শিবিরের প্রার্থী সুদর্শন রেড্ডি তাঁর মনোনয়নের পর থেকেই বিভিন্ন রাজ্যে ঘুরে জোরদার প্রচার চালিয়েছেন। ঘুম কেড়েছেন বিজেপির। সেই কারণেই এবার যে অনায়াসে জয় আসবে না, শুরুতেই তা বুঝতে পেরেছে সরকারপক্ষ। এবার বিরোধীদের ঐক্য প্রকৃত অর্থেই রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গেরুয়া শিবিরের। সেক্ষেত্রে সোমবার সাংসদদের ভুল ভোটিং রুখতে শাসক-বিরোধী দুই পক্ষেই মক পোলের আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের লোকসভার নবাগত সাংসদ বাপি হালদার বলেন, ১৫ মিনিট প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডেমো ব্যালটের মাধ্যমে ভোট দিতে শেখানো হয়েছে। কীভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রার্থীর মধ্যে সঠিকভাবে নিজেদের প্রার্থীকে চিহ্নিত করতে হবে তা দেখিয়ে দেওয়া হয়েছে। প্রথমবার উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অনুভূতিই আলাদা বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ বাপি হালদার। এদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে বিজেডি এবং বিআরএস। জানানো হয়েছে দুটি দলের পক্ষ থেকে। বিজেডি সাংসদ সস্মিত পাত্র জানিয়েছেন, দলের সুপ্রিমো নবীন পট্টনায়কের সিদ্ধান্ত মেনে এনডিএ এবং ইন্ডিয়া থেকে সমদূরত্ব বজায় রাখব আমরা। ওড়িশায় উন্নতি আমাদের কাছে শেষকথা। সেই করণেই ভোটদানে বিরত থাকবে বিজেডি। অন্যদিকে বিআরএসও ভোটদানে বিরত থাকার কথা জানিয়েছে হায়দরাবাদের সাংবাদিক বৈঠকে। দলের কার্যকরী সভাপতি কেটি রামারাও জানিয়েছেন, দল সমদূরত্ব বজায় রাখবে এনডিএ এবং ইন্ডিয়া থেকে।
এবারের নির্বাচনে অন্তত ৩২৪টি ভোট পেতে পারেন বিরোধীদের প্রার্থী বিচারপতি সুদর্শন রেড্ডি। অন্যদিকে এনডিএ প্রার্থীর ভোট পাওয়ার কথা ৪৩৯। ৪ জন অনুপস্থিত থাকতে পারেন। ১৪টি নোটার মধ্যে থাকতে পারে, বিএসপি ১, নির্দল ৩ জন। এমনই সূত্রের দাবি। এনডিএ এবং ইন্ডিয়া শিবিরের প্রার্থীর মধ্যে ভোটের পার্থক্য ১২৫টি হতে পারে সূত্রের খবর।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

23 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

46 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

50 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

59 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago