প্রতিবেদন : লোকসভা ভোটের আগে রাজ্যে-রাজ্যে গিয়ে নারী সুরক্ষা বড় বড় বুলি আওড়াচ্ছেন বিজেপি নেতারা। অথচ বিজেপি শাসিত যোগীরাজ্যই হয়ে উঠেছে দেশের নারী নির্যাতনের প্রাণকেন্দ্র। কয়েকদিন আগে কানপুরের ঘাটামপুরে দুই নাবালিকাকে ধর্ষণের পর খুন করে তাদের মৃতদেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় ধর্ষণের অভিযোগ উঠেছিল স্থানীয় ইটভাটার মালিক রামস্বরূপ-সহ তিনজনের বিরুদ্ধে।
আরও পড়ুন-কর্মী-শায়েস্তার ফরমান মণিপুরে, বিজেপি রাজ্যে সরকারি বিজ্ঞপ্তি ঘিরে চাঞ্চল্য
এবার উদ্ধার হল নির্যাতিতা এক কিশোরীর বাবার মৃতদেহ। অভিযোগ, ধর্ষণে অভিযুক্তদের পরিবারের তরফ থেকে নির্যাতিতার বাবাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। দুই কিশোরীর আত্মীয়দের অভিযোগ, মামলা না তুলে নিলে ফল ভাল হবে না বলে হুমকিও দেওয়া হয়। সমঝোতার প্রস্তাবও দিয়েছিল ধর্ষণে অভিযুক্তদের পরিবারের সদস্যরা। সেই প্রবল চাপ ও হুমকি সহ্য করতে পারেননি তিনি। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ। ওই ব্যক্তিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। যোগীরাজ্যের এই ন্যক্কারজনক ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশের মানুষ। এক্স হ্যান্ডেলে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।