৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে শিরোনামে বাংলার নাম। শনিবার এই বিশ্ববিখ্যাত চলচ্চিত্র উৎসব শেষ হল। তবে ২০২৫-এর মঞ্চ ভারতীয় বা বাংলার সিনেপ্রেমীদের জন্য গর্বের হয়ে উঠেছে। পরিচালক (Director) অনুপর্ণা রায় তাঁর প্রথম ছবি ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ (Songs of Forgotten Trees) -এর জন্য ‘অরিজ়োন্তি’ (Orizzonti) বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিলেন। তিনিই প্রথম ভারতীয় পরিচালক, যাঁর মুকুটে ভেনিস চলচ্চিত্র উৎসবের পালক উঠল। অন্নপূর্ণার হাতে ফরাসি পরিচালক জুলিয়া ডকরনো এদিন পুরস্কার তুলে দিয়েছেন। এদিন অতি সাধারণ ভাবেই সাদা শাড়ি পরে মঞ্চে ওঠেন পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়।
এই মর্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা জানিয়ে লেখেন, ”আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই।
অনুপর্ণা বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, চলচ্চিত্রের জগতে যেটাকে কার্যত পৃথিবী জয় বলা যায়।এই শাখায় এই সম্মান তাঁর আগে কোনো ভারতীয় পরিচালক পান নি। তাঁর মা-বাবা কুলটিতে থাকেন, তাঁদের শিকড় আছে জঙ্গলমহলে, রাঙামাটিতে। আমি মনে করি, তাঁর মুকুটপ্রাপ্তি আমাদের বাংলার মেয়েদের জয়। আমি প্রার্থনা করব, অনুপর্ণা অনেক এগিয়ে যান, আমাদের মুখ আরো উজ্জ্বল করুন।”
আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই।
অনুপর্ণা বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, চলচ্চিত্রের…
— Mamata Banerjee (@MamataOfficial) September 8, 2025