সংবাদদাতা, হুগলি : এবারের পঞ্চায়েত ভোটে লড়াই উন্নয়ন বনাম বিরোধীদের কুৎসার। পঞ্চায়েত ভোটের জন্য রাজ্য নেতারা প্রচার চালাচ্ছে জেলায় জেলায়। আর ভোটের প্রচারে এগিয়ে আসছেন মহিলারাও। প্রচারে বেরিয়ে সমস্ত জায়গায় সাধারণ মানুষের ভালবাসায় ভাসতে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থীদের। এবারের পঞ্চায়েত ভোটে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবাভাতা, বার্ধক্যভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী ইত্যাদি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে প্রধান লড়াই বিরোধীদের। সেই লড়াইয়ে ভালভাবে জিততে রবিবার প্রচারে ব্যস্ত থাকতে দেখা গেল তৃণমূলের নেতা ও দলীয় কর্মী-সমর্থকদের। বিরোধীদের অনেক পিছনে ফেলে প্রচার চালাচ্ছে তৃণমূল। এবারে তৃণমূলের প্রচারের মূল অস্ত্র রাজ্য সরকারের উন্নয়ন। জেলায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেকথাই বলছেন গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলাপরিষদের প্রার্থীরা।
আরও পড়ুন-বৃষ্টি কমে বাড়বে গরম বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে
এদিন দলীয় কর্মীদের নিয়ে প্রচার চালান হুগলি জেলাপরিষদের প্রাক্তন সভাধিপতি এবারের আবার জেলাপরিষদের প্রার্থী সেখ মেহবুব রহমান। এদিন তিনি বলেন হুগলি জেলাজুড়ে ব্যাপক উন্নয়ন করেছিল হুগলি জেলাপরিষদ কোথাও উন্নয়ন হয়নি এমন কেউ দেখাতে পারবে না। আরামবাগ সাংগঠনিক এলাকা থেকে শ্রীরামপুর সাংগঠনিক সব জায়গায় ব্যাপক উন্নয়ন হয়েছে। ফুরফুরা শরিফের ব্যাপক উন্নয়ন করেছে হুগলি জেলা পরিষদ। জেলার সব মানুষ দেখেছে কীভাবে উন্নয়ন হয়েছে সব জায়গায়। আর তাই মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবে।
হুগলি জেলার চণ্ডীতলা এলাকার জেলাপরিষদের প্রার্থী সুবীর মুখোপাধ্যায় আগেরবার সামলে ছিলেন জেলাপরিষদের পূর্ত দফতরের দায়িত্ব। উন্নয়ন করেছেন জেলা জুড়ে।
আরও পড়ুন-সিবিআই নয় তদন্তে রাজ্য পুলিশ
এদিন তিনি বলেন, হুগলি জেলায় এমন কোনও জায়গা নেই যেখানে রাজ্য সরকারের উন্নয়ন পৌঁছায়নি। সমস্ত জায়গায় আজ পাকা রাস্তা, রাস্তায় রাস্তায় আলো, সমস্ত জায়গায় পানীয় জলের ব্যবস্থা, কোনও কিছুতেই পিছিয়ে নেই কোনও এলাকা। আর রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা তো মানুষ পাচ্ছেই। বিরোধীদের উদ্দেশে সুবীর বলেন, বিরোধীরা নিজেরাও জানে তাদের পক্ষে উন্নয়নের বিরুদ্ধে জেতা অসম্ভব। তারা নিজেরাও দেখছে সমস্ত জায়গার উন্নয়ন।