বঙ্গ

জয়েই জবাব জয়ীদের ঘিরে প্রবল উচ্ছ্বাস

প্রতিবেদন : কুৎসা, অপপ্রচার, মিথ্যাচারকে পদদলিত করে বাংলার মাটিতে ফের উড়েছে তৃণমূলের বিজয় নিশান। উপনির্বাচনে তৃণমূল ৬-এ ছয়। বিরোধীরা ডাহা ফেল। যাবতীয় অপপ্রচারের মোক্ষম জবাব দিয়েছে বাংলার আমজনতা। রাতদখল থেকে দ্রোহ কার্নিভাল-সহ সব চক্রান্ত উড়িয়ে বাংলার মানুষ বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তাঁদের আস্থা অটুট। বিজেপিকে বাংলার মাটিতে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাম-কংগ্রেস জামানত হারিয়ে অস্তিত্বের লড়াই করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়নের জোয়ার বইয়ে একের পর এক জয় হাসিল করে চলেছে। জয়ের পর সে-কথাই উঠে এল প্রার্থীদের গলায়।

জয়প্রকাশ টপ্পো (মাদারিহাট) : এবার মাদারিহাটের মানুষের ঋণ শোধের পালা। তাঁদের কাছে ভোট নয়, দেড়টা বছর ধার চেয়েছিলাম। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে মানুষ সেই ঋণ মঞ্জুর করেছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। সেই ঋণ আমি উন্নয়নের মধ্য দিয়ে শোধ করব।

সঙ্গীতা রায় (সিতাই) : বিজেপির মিথ্যাচারের জবাব দিয়েছে মানুষ। বাংলায় তাদের ধুয়ে-মুছে সাফ করে দিয়েছে। এই ফলাফলে প্রমাণিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষের ভরসা অটুট। সিতাইয়ে একটি দমকল কেন্দ্র প্রয়োজন। বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে সেই আবেদন জানাব। দেড় বিঘা জমিও চিহ্নিত হয়েছে।

আরও পড়ুন-সোমবার কর্মসমিতির বৈঠক হবে কালীঘাটে

সনৎ দে (নৈহাটি) : কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে মা-মাটি-মানুষের পক্ষে এই রায়। যাঁরা দ্রোহের আন্দোলন, রাতদখল করে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল বাংলাকে, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিজেপি প্রার্থী নিজের বুথে হেরেছেন। শিরদাঁড়া বাঁকা বলে নৈহাটির মানুষকে অপমান করেছিল, তার জবাব পেয়েছে বিজেপি।

রবিউল ইসলাম (হাড়োয়া) : আরজি কর-কাণ্ড নিয়ে যেভাবে বিজেপি ও সিপিএম কালিমালিপ্ত করার চেষ্টা করেছে তৃণমূল সরকারকে, তা বাংলার মানুষ মেনে নিতে পারেনি। তারই জবাব মানুষ দিয়েছে ভোটবাক্সে। তৃণমূলকে ভোট দিয়ে মানুষ প্রমাণ করে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার মা-মাটি-মানুষের উপরই তাঁদের ভরসা।

সুজয় হাজরা (মেদিনীপুর) : আরজি করের ঘটনায় রাজনৈতিক রঙ লাগিয়েছিল বিরোধীরা। কিন্তু মানুষ তাঁদের পক্ষে রায় দেয়নি। মেদিনীপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। আমরা প্রতিশ্রুতি পালন করব। মেদিনীপুর শহরকে যানজটমুক্ত করতে হবে প্রথমে। গ্রামাঞ্চলেও কাজ করতে হবে।

ফাল্গুনি সিংহবাবু (তালডাংরা) : মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপর বাংলার মানুষের অগাধ বিশ্বাস। সেজন্যই এই বিপুল জয়। প্রচারের সময় যখন মানুষের কাছে গিয়েছিলাম, তখন তাঁদের সমস্যার কথা শুনেছিলাম। এখন ৩৬৫ দিনই তাঁদের পাশে থাকব। মানুষের সমস্যা সমাধানে একাধিক পরিকল্পনা রয়েছে। যতটা সম্ভব করব।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago