সংবাদদাতা, পুরুলিয়া : প্রথম রাউন্ডে জয় এল আইএনটিটিইউসির নেতৃত্বে খনি শ্রমিক সংগঠনগুলির লড়াইয়ে। থমকে গেল দুবেশ্বরী কোলিয়ারির বেসরকারীকরণ। মঙ্গলবার ১ অক্টোবর থেকে ওই কারখানা বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইসিএল। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই শ্রমিকরা কোলিয়ারির গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে কারখানায় সরকারিভাবেই কাজ চলে। বিষয়টিকে প্রাথমিক জয় হিসাবে দেখছেন আইএনটিটিইউসি নেতৃত্ব।
আরও পড়ুন-সেরার মুকুট বাংলার, মহিলাদের মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ শীর্ষে, বলছে কেন্দ্র
প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত ইসিএলের অধীন সোদপুর এরিয়ার দুবেশ্বরী কোলিয়ারি বেসরকারীকরণের চক্রান্ত শুরু হয় এক বছর আগে। সেটা বুঝতে পেরে খনি শ্রমিকদের সব সংগঠন আইএনটিটিইউসির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে মাঠে নামে। গত ২৬ সেপ্টেম্বর কোলিয়ারি কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দেন, ১ অক্টোবর থেকে কোলিয়ারিতে উৎপাদন হবে এমডিও (মাইন ডেভেলপার অ্যান্ড অপারেটর) পদ্ধতিতে। নোটিশ পেয়েই রুখে দাঁড়ায় শ্রমিক সংগঠনগুলি। মুখ্যমন্ত্রী নিজে সাংসদ অরূপ চক্রবর্তীকে পথে নামতে বলেন। শুরু হয় তীব্র লড়াই। আর এই লড়াইয়ের সামনে রাষ্ট্রায়ত্ত ইসিএল একেবারে নীরব ভূমিকা পালন করে। নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা শ্রমিকনেতা শান্তিভূষণপ্রসাদ যাদব বলেন, মঙ্গলবার সমস্ত শ্রমিক সংগঠনের সদস্যরা মিছিল করে কোলিয়ারির গেটে অবস্থান করেন। তাঁদের সঙ্গে যোগ দেন স্থানীয় মানুষও। অন্তত এদিন বেসরকারি কোনও উদ্যোক্তা কোলিয়ারিতে ঢুকতেই পারেননি।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রী কথা রাখলেন, চেক পেলেন ক্ষতিগ্রস্তরা
জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার বলেন, যতদিন না ইসিএল বিজ্ঞপ্তি দিয়ে এমডিও নির্দেশ প্রত্যাহার করছে, ততদিন আন্দোলন চলবে। বেসরকারি সংস্থাকে খনি এলাকায় ঢুকতে দেওয়া হবে না।