আমেদাবাদ, ২৯ মার্চ : খারাপ সময় যেন কাটতেই চাইছে না মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। এক ম্যাচের নির্বাসন কাটিয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়া দলে ফিরলেও, গুজরাট টাইটান্সের কাছে ৩৬ রানে হেরে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই। ফলে চলতি আইপিএলে টানা দ্বিতীয় হারের স্বাদ পেলেন হার্দিকরা। এদিকে, পাঞ্জাব কিংসের কাছে হেরে আইপিএল শুরু করেছিল গুজরাট। এদিন মুম্বইকে হারিয়ে খাতা খুলল তারা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে, শুরুটা দুর্দান্ত করেছিলেন গুজরাটের দুই ওপেনার। শুভমন গিল ও সাই সুদর্শন একে অন্যের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছিলেন। ৫১ বলে দু’জনে ঝড়ের গতিতে ৭৮ রান তোলার পর এই জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। ২৭ বলে ৩৮ করে প্যাভিলিয়নে ফেরেন গিল। তবে ক্রিজে এসেই ঝড় তুলেছিলেন জস বাটলার। তিনি যেভাবে ব্যাট করছিলেন, মনে হচ্ছিল স্কোরবোর্ডে অন্তত সওয়া দুশো রান তুলে ফেলবে গুজরাট।
আরও পড়ুন-দিনের কবিতা
কিন্তু ২৪ বলে ৩৯ রান করে বাটলার আউট হতেই ছন্দপতন! এর পর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে গুজরাট। সুদর্শন ৪১ বলে ৬৩ করে আউট হওয়ার পর আর কেউই ভরসা দিতে পারেননি। শেরফানে রাদারফোর্ড ১১ বলে ১৮ রান করে দলকে লড়াই করার মতো রানে পৌঁছে দিয়েছিলেন। মুম্বইয়ের সফলতম বোলার হার্দিক। তিনি ২৯ রানে ২ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে, শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের। রোহিত শর্মা (৮) এই ম্যাচেও ব্যর্থ। রান পাননি রায়ান রিকেলটনও (৬)। দু’জনেই মহম্মদ সিরাজের শিকার। এর পর কিছুটা লড়াই করলেন তিলক ভার্মা ও সুর্যকুমার যাদব। সেট হয়েও, রানের গতি বাড়াতে গিয়ে ৩৬ বলে ৩৯ রান করে আউট হন তিলক। সূর্য অনেকদিন পর চেনা মেজাজে ব্যাট করছিলেন। কিন্তু প্রসিধ কৃষ্ণের বলে মাথায় আঘাত পান। এর পর আর খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। প্রসিধের বলে ২৮ বলে ৪৮ রান করে সূর্য আউট হতেই ম্যাচ ঢলে পড়ে গুজরাটের দিকে।