নাগপুর, ২ মার্চ : প্রত্যাশামতোই রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল বিদর্ভ। এই নিয়ে গত সাত বছরে তৃতীয়বার। এর আগে ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ মরশুমে রঞ্জি ট্রফি জিতেছিল বিদর্ভ। ফাইনাল অমীমাংশিত ভাবে শেষ হলেও, প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৩৭ রানের লিড নেওয়ার সুবাদে কাপ জিতলেন করুণ নায়াররা। অন্যদিকে, প্রথমবার ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হল কেরলের।
আরও পড়ুন-বিজেপির মহারাষ্ট্রে শ্লীলতাহানি কেন্দ্রীয় মন্ত্রীরই নাবালিকা কন্যার
আগের দিনের ৪ উইকেটে ২৪৯ রান হাতে নিয়ে রবিবার মাঠে নেমেছিল বিদর্ভ। এদিন তারা ৯ উইকেটে ৩৭৫ রানে পৌঁছনোর পরেই দুই দলের অধিনায়কের সম্মতিতে ম্যাচের যবনিকা টেনে দেন আম্পায়াররা। সেই সময় কেরলের থেকে ৪১২ রানে এগিয়ে ছিল বিদর্ভ। আগের দিন সেঞ্চুরি হাঁকানো করুণ নায়ার খুব বেশি দূর এগোতে পারেননি। মাত্র তিন রান যোগ করে ব্যক্তিগত ১৩৫ রানে আউট হয়ে যান তিনি। তবে দর্শন নালকান্ডে ৫১ রানে অপরাজিত থাকেন। কেরলের আদিত্য সারাওয়াটে ৪ উইকেট নেন। এদিকে রঞ্জি জয়ের পরই অবসর নিলেন ৩৯ বছর বয়সি অফ স্পিনার অক্ষয় ওয়াদকার।