প্রতিবেদন : নির্লজ্জ চাটুকারিতার এক কুৎসিত দৃষ্টান্ত তৈরি করলেন তেলেঙ্গানার বিজেপি সভাপতি বান্ডি সঞ্জয় কুমার (Bandi Sanjay Kumar)। সেকেন্দ্রাবাদে একটি মন্দির দর্শনে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মন্দির থেকে বের হওয়ার সময় সঞ্জয় হাতে করে শাহকে তাঁর জুতো পরার জন্য এগিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও থেকে বিষয়টি সামনে আসতেই তুমুল সমালোচনা। এই ঘটনায় বিজেপি তথা ওই দলের রাজ্য সভাপতিকে তীব্র আক্রমণ করেছে শাসক দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। তেলেঙ্গানার শাসক দলের কটাক্ষ, বিজেপিতে গেলে এভাবেই শীর্ষ নেতাদের গোলামগিরি করতে হয়। তাই রাজ্য বিজেপির শীর্ষ নেতা হয়েও অমিত শাহর জুতো বইতে হচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সেকেন্দ্রাবাদের উজ্জয়িনী মহাকালী মাতা মন্দির থেকে বেরনো মাত্র অমিত শাহকে নিজের হাতে করে জুতো এগিয়ে দিচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সঞ্জয় কুমার (Bandi Sanjay Kumar)। ওই ভিডিও রি-ট্যুইট করেছেন রাজ্যের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কেসিআরের ছেলে কেটি রামা রাও। তিনি সঞ্জয়কে ‘গুজরাতের দাস’ বলে সম্বোধন করেন। কটাক্ষ করে বলেন, এই না হলে তেলেঙ্গানার গর্ব! রামা রাওয়ের অভিযোগ, রাজ্য বিজেপি সভাপতি নিজের এবং রাজ্যের মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন। এই দৃশ্য তেলেঙ্গানাবাসীর জন্য যথেষ্ট অপমানের।
আরও পড়ুন: চিনের আগ্রাসনের মোকাবিলায় নয়া পরিকল্পনা জাপানের
টিআরএস নেতা ওয়াই সতীশ রেড্ডি ভিডিওটি রি-ট্যুইট করে মন্তব্য করেছেন, গোলামগিরির সেরা উদাহরণ। অমিত শাহর মন পেতেই তাঁর জুতো এগিয়ে দিয়েছেন সঞ্জয়। জুতো এগিয়ে দেওয়ার এই ভাইরাল ভিডিও নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সঞ্জয়। এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি। সামনেই তেলেঙ্গানার এক কেন্দ্রে উপনির্বাচন। তার প্রচারেই তেলেঙ্গানা সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তখন অমিত শাহর নেকনজরে পড়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায় গেরুয়া দলের নেতাদের।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…