আবারও জর্জ ফ্লয়েড স্মৃতি ফিরল আমেরিকায়। মার্কিন পুলিশ ক্যানসার আক্রান্ত মহিলাকে মাটিতে ফেলে নিগ্রহ করল। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। জানা যাচ্ছে ঘটনাটি আমেরিকার ক্যালিফোর্নিয়ার (California-America)। ওই মহিলার মুখে গোলমরিচও স্প্রে করে অভিযুক্ত ওই মার্কিন পুলিশ। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন পুলিশ অফিসার এক ব্যক্তির হাতে হাতকড়া পরাচ্ছেন। এক মহিলাকে দেখা যাচ্ছে গোটা ঘটনাটি রেকর্ড করতে। এরপরই একজন পুলিশ তেড়ে যান মহিলার দিকে। দেখা যায় তাঁকে ধরে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে মাটিতে। পরে স্প্রে ব্যবহার করে মহিলার মুখে গোলমরিচ ছিটিয়েও দেওয়া হয়। মহিলাকে দেখা যায়, চেঁচিয়ে প্রতিবাদ করতে। অন্যদিকে হাতকড়া পরানো ব্যক্তিও চেঁচিয়ে বলতে থাকেন, “ওকে ওভাবে মেরো না।” মহিলা ক্যানসার আক্রান্ত বলেও দাবি করেন গ্রেফতার হওয়া ব্যক্তি। যাঁকে গ্রেফতার করা হয়েছিল তিনি কৃষ্ণাঙ্গ মহিলার স্বামী বলেই জানা যাচ্ছে।
The next video up on my #4thJuly Twitter feed.
🚨 TRIGGER WARNING 🚨
On June 24th, a Los Angeles County Sheriff threw this woman on the ground and put his need on her neck.
Just remember, not all Americans enjoy the same freedoms. 🇺🇸#PoliceBrutality #4thofJuly… pic.twitter.com/RMSyHDFnJk
— Ryan Shead (@RyanShead) July 4, 2023
জানা যাচ্ছে, ঘটনাটি ২৪ জুনের। ভিডিওতে যে পুলিশ অফিসার মহিলাকে নিগ্রহ করতে দেখা গিয়েছে, তিনি লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফের ডেপুটি। প্রশ্ন উঠেছে, পুলিশের ভিডিও তোলা যেখানে বেআইনি নয়, সেখানে কেন ওই মহিলার সঙ্গে এমন আচরণ করা হল। ভিডিওয় আরও এক মহিলাকে চিৎকার করতে দেখা গিয়েছে। এটা পরিষ্কার নয়, জর্জ ফ্লয়েডের মতো এক্ষেত্রেও অভিযুক্ত অফিসার কৃষ্ণাঙ্গ মহিলার গলা হাঁটু দিয়ে চেপে দিয়েছিলেন কিনা। তবে ওই মহিলার দাবি, তিনি শুনতে পেয়েছিলেন “শ্বাস নিতে পারছি না” বলে চিৎকার করছিলেন আক্রান্ত। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত দুই আধিকারিককেই ফিল্ড ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুরু হয়েছে তদন্ত (California-America)।