জাতীয়

ধিক্কার! যোগীরাজ্যে মহিলাদের স্নান এবং পোশাক বদলের ভিডিয়ো তুলে বিক্রি

ধর্মের পর্দার আড়ালে যোগীরাজ্য দিচ্ছে ঘৃণ্য ও অত্যন্ত নিকৃষ্ট মানসিকতার পরিচয়। কুম্ভমেলা চলাকালীন পর পর দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে সাধারণ মানুষকে। পুণ্য অর্জনের আশায় হয়েছে একাধিক প্রাণহানি। আরও একবার প্রমাণিত আদিত্যনাথের রাজ্যে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা ঠিক কতটা সঙ্কটে। এবার কুম্ভে মহিলাদের পুণ্যস্নানের ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে চড়া দামে বিক্রি করা খবর প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি দু’টি অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়। দু’টি সমাজমাধ্যম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারের আবেদনকে মান্যতা দিয়ে স্থগিতাদেশ, আদালতে আটকে গেল লিগ চ্যাম্পিয়নের ঘোষণা

গত ১৭ ফেব্রুয়ারি পুলিশের খাতায় প্রথম অভিযোগ জমা পড়ে। দেখা যায়, একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মহিলাদের স্নানের ভিডিয়ো আপলোড করা হচ্ছে। বুধবার ফের একটি অভিযোগ জমা পড়ে। টেলিগ্রাম অ্যাকাউন্টে মহিলাদের স্নানের ভিডিয়ো বিক্রি হচ্ছে দেখা যায়। সেই অভিযোগের ভিত্তিতে দু’টি অ্যাকাউন্টকে চিহ্নিত করা হয়েছে। কুম্ভকে কেন্দ্র করে সমাজমাধ্যমে আপত্তিজনক বিষয় এড়ানোর দায়িত্বে রয়েছেন ডিজি। এই ধরনের ঘটনা আটকাতে ইতিমধ্যেই মেটার সাহায্য চাওয়া হয়েছে।

আরও পড়ুন-পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার ওসি

প্রসঙ্গত, হঠাৎ দেখা যায় সমাজমাধ্যমের বেশ কয়েকটি প্ল্যাটফর্ম থেকে মহিলাদের স্নান এবং পোশাক বদলানোর ভিডিয়ো আপলোড করা হয়েছে। কোতওয়ালি কুম্ভমেলা থানায় অভিযোগ দায়ের করা হয় এরপরেই। পুলিশের তরফে খবর, কোন অ্যাকাউন্ট থেকে এই ধরনের ভিডিয়ো এবং ছবি আপলোড করা হয়েছে, তা চিহ্নিত করতে মেটার সাহায্য নেওয়া হচ্ছে। কুম্ভমেলায় মহিলাদের স্নান এবং পোশাক বদলানোর ভিডিয়ো সমাজমাধ্যমে বিক্রি হওয়ার ঘটনা নিয়ে দেশজুড়ে উঠেছে নিন্দার ঝড়। প্রশ্ন উঠছে তবে কী ধর্মের নামে রমরমিয়ে চলছে মহিলাদের নিয়ে ব্যবসা? এত বড় কর্মকাণ্ড আয়োজন করার আগে এই ধরণের সুরক্ষায় ন্যূনতম ব্যবস্থা গ্রহণ কেন করেনি যোগী প্রশাসন?

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

38 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

46 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago