ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ।

Must read

প্রতিবেদন: রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ। রবিবার ভোর থেকে রাত পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে যান চলাচল। লালবাজারে তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এজেসি রোড থেকে যে গাড়িগুলো আসবে সেগুলোকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড–হেস্টিংস ক্রসিং হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন-ডব্লুবিসিএস ২০২৬ : আবেদন করা যাবে ১৮ নভেম্বর থেকে

ওই গাড়িগুলিকে হাওড়া ব্রিজ বা খিদিরপুরের দিকে কেপি রোড ধরার পরামর্শ দেওয়া হয়েছে। খিদিরপুর–সিজিআর রোড থেকে সেতুর দিকে যাওয়া সব গাড়িকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিক দিয়ে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ রুটে পাঠানো হবে। হেস্টিংস, সিজিআর রোড, স্ট্র্যান্ড রোড-সহ গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে যাতায়াত মসৃণ করার জন্য।

Latest article