প্রতিবেদন : আজ, রবিবার ভোর থেকে ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল। সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য এদিন ভোর ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। বিকেল থেকে ফের স্বাভাবিক হবে যান চলাচল। কলকাতা পুলিশ এবং হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (এইচআরবিসি) কর্তৃপক্ষ যৌথ ভাবে রক্ষণাবেক্ষণ কাজ করবে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে এই নির্দিষ্ট সময়ে যান চলাচলের বিকল্প ব্যবস্থা হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। বিজ্ঞপ্তি জারি করে কোন পথ দিয়ে যাতায়াত করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-দেবী যাচ্ছেন কৈলাসে, থমকে যায় ট্রেন
বিজ্ঞপ্তিতে পুলিশের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় হুগলি সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রাখার জন্য এই কাজ অত্যাবশ্যক। জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এই উদ্যোগ ভবিষ্যতে সবার নিরাপত্তা নিশ্চিত করবে। রবিবার সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ সম্পন্ন হবে। ওই সময়ে কলকাতার দিকে আসা পণ্যবাহী যানগুলি হাওড়া ব্রিজ, নিবেদিতা ব্রিজ, ওল্ড বালি ব্রিজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। আবার, যাত্রীবাহী গাড়ি কাজীপাড়া, জি টি রোড এবং আন্দুল রোড হয়ে সরাসরি ১৬ নম্বর জাতীয় সড়কে উঠবে। অন্যদিকে, এজেসি বোস রোড বা জিরাট আইল্যান্ড দিক থেকে আসা পশ্চিমমুখী যানবাহনগুলিকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিং ঘুরিয়ে সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের পথে পাঠানো হবে। কেপি রোড দিক থেকে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট রোড হয়ে একই পথে চালানো হবে।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…